Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রিলায়েন্স জিওর গ্রাহকদের জন্য দারুন খবর। এবার বাড়ি বসেই পাবেন ৫০০০০ থেকে ৫ লাখ টাকার লোন (Jio Loan). আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত লোন (Personal Loan) নিয়ে থাকি। লোনের জন্য মূলত আবেদন করা হয় ব্যাংক, পোস্ট অফিস অথবা কোনো বেসরকারি সংস্থার কাছে। তবে এবার রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহকরা এই সংস্থার কাছ থেকেই লোন পাবেন। আর নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন। তবে লোনের শর্ত, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিতে হবে।
Instant Personal Loan on Jio Loan App
দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা মুকেশ আম্বানির Reliance Jio. শুধুমাত্র সিম সংক্রান্ত সুবিধা নয়, এবার সমস্ত জিও গ্রাহকদের জন্য কম সুদে পার্সোনাল লোন দেওয়ার ঘোষণাও করা হয়েছে। যে স্কিমটির নাম দেওয়া হয়েছে Instant Jio Loan. নির্দিষ্ট কিছু শর্ত মেনে, অনলাইনের মাধ্যমে এই লোনের জন্য আবেদন জমা করলে আপনার প্রয়োজন মত ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকার লোন দেবে জিও সংস্থা। একেবারেই কম সুদে লোন দেওয়া হবে। যাতে সমাজের সমস্ত মানুষ উপকৃত হতে পারেন।
Jio Loan Benefits
সাধারণ মানুষের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে এবার গুরুত্বপুর্ণ পদক্ষেপ নিল মুকেশ আম্বানির সংস্থা। প্রচুর মানুষ নিজেদের আর্থিক সমস্যা দূর করার জন্য লোনের আবেদন করে থাকেন। সেই সমস্যার সমাধান এবার আপনার হাতের মুঠোয়। জিও টেলিকম কোম্পানি তাদের গ্রাহকের জন্য লোনের পরিষেবা শুরু করেছে।
কম সুদে, দ্রুত লোন পেতে চাইলে (Instant Personal Loan) জিও লোনের জন্য অনায়াসেই আবেদন জমা করতে পারেন। গ্রাহকরা ন্যূনতম ৫০০০০ টাকা ও সর্বোচ্চ ৫ লাখ টাকার লোন (Personal Loan) পাবেন নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করলে।
জিও লোনের ক্ষেত্রে একজন গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসেই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। লোনের টাকাও পেয়ে যাবেন অতি দ্রুত, অনলাইনে। এই লোনের আরও একটি বড় সুবিধা হল, আপনি যদি এই এই লোনের জন্য আবেদন করতে চান বা লোনের টাকা নিতে চান, সেক্ষেত্রে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ি বসে Jio Loan Eligibility লোনের আবেদন সম্ভব।
Jio Loan Eligibility
জিওর তরফে লোন পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত অবশ্যই মানতে হবে। আর সেগুলি হল-
- জিও লোনের জন্য আবেদন করতে পারবেন একমাত্র ভারতবর্ষের নাগরিকরাই।
- জিওর স্থায়ী গ্রাহকদের জন্য লোনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
- এই লোন পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই জিও এর সিম থাকতে হবে ও তাঁদের জিওর স্থায়ী গ্রাহক হতে হবে।
- লোনের আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।
Jio Loan Interest Rate
লোন নেওয়ার আগে অবশ্যই সুদের হার বিবেচনা করা জরুরি। তাই যে সমস্ত জিও গ্রাহকেরা জিও লোন নিতে চাইছেন, তাঁরা খুব কম সুদে এই লোন নিতে পারবেন। জনপ্রিয় ব্যাংকগুলি যেখানে ১৩% থেকে ১৬% সুদের হারে লোন দিয়ে থাকে, সেখানে জিও লোনের ক্ষেত্রে সুদের হার মাত্র ৮.২০% থেকে শুরু হচ্ছে। তবে অবশ্যই আবেদনকারী ব্যক্তির সিবিল স্কোর সময় বিভিন্ন নিয়মের জন্য এই সুদের হার পরিবর্তন হতে পারে।
Jio Loan Application Process
- লোন পাওয়ার জন্য প্রথমেই আপনাকে ফোনে মাই জিও অ্যাপটিকে (My Jio App) ইন্সটল করে নিতে হবে।
- এরপর সেই অ্যাপটিতে নিজের জিও নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
- এবার স্ক্রিনে প্রদর্শিত ড্যাশবোর্ডে যে লোনের অপশন আছে, সেটিতে ক্লিক করতে হবে।
- তারপর লোন সংক্রান্ত বিকল্পগুলি সিলেক্ট করে নিতে হবে।
- সঠিকভাবে পূরণ করে নিন লোনের আবেদনপত্র।
- অনলাইনে জমা দিন প্রয়োজনীয় নথিপত্র।
- আপনি যদি যোগ্য হন তাহলে সরাসরি টাকা চলে আসবে আপনার একাউন্টে।
উপসংহার
তাহলে এবার যদি আপনার টাকার দরকার হয় তাহলে আর এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। জিওর সিম থাকলেই বাড়িতে বসে পেয়ে যাবেন টাকা (Jio Loan). আজকের প্রতিবেদন থেকে সমস্ত ডিটেলস পড়ে নিন। তারপর নিজের প্রয়োজন অনুসারে আবেদন করুন। জটিলতা মুক্ত এবং কম সুদের লোন পাওয়ার ফলে উপকৃত হবেন প্রচুর মানুষ।
আরও পড়ুন:- দেশে বিপদের মুখে মধ্যবিত্তরা, বিশেষজ্ঞরা কেন এমন আশংকা করছেন ? জানুন
আরও পড়ুন:- ‘প্রমাণ দিন, না হলে ক্ষমা চান’, রাহুলকে ৭ দিন সময় কমিশনের