Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আর কয়েকদিনের মধ্যেই সেটির উদ্বোধন হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দিরের খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর রাখছেন। এরই মাঝে দিঘায় মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। ত্বহার কথায়, দিঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি যাতে একটি মসজিদ তৈরি করা হয়, সেই ব্যাপারে চিন্তা-ভাবনা করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তিনি।
ত্বহা সিদ্দিকি বলেন, “জনগণের টাকায় দিঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। তবে আমাদের একটা দাবি আছে।” তিনি আরও বলেন, “দিঘায় জগন্নাথ মন্দির হোক আমিও চাই। আমি দিঘায় গিয়েছি। অনেক মানুষই যাতায়াত করেন। তাই ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাই নয়, মুসলিম ভাইয়েরাও যান। তাঁদের একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না এটাও ওঁকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি।”
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বেশ কিছু বিষয় এখানে থাকছে। ভক্তদের জন্য থাকবে প্রশস্ত রাস্তা। প্রসাদের মধ্যে স্থানীয় মিষ্টির প্রাধান্য দেওয়া হবে। উল্লেখ্য, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই হিন্দুভোট একজোট করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেই জায়গায় দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। আর এবার ত্বহা সিদ্দিকির এই বক্তব্য, গোটা বিষয়ে নতুন মাত্রা যোগ করল বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন
আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?