দিনমজুরকে 22 লাখের জিএসটি মেটানোর নোটিশ, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

gst collection

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সংসার চালান দিনমজুরের কাজ করে। অভাব তাঁর নিত্যসঙ্গী। প্রচণ্ড পরিশ্রম করেও ‘আচ্ছে দিন’ আসেনি তেলেঙ্গানার ভাণ্ডারি কোঠাগুদেম জেলার চন্দ্রগুণ্ডার বাসিন্দা জনপতি ভেঙ্কটেশ্বরালুর জীবনে। তবে সম্প্রতি একটি নোটিশ এসেছে। তাতে বলা আছে তিনি 22 লাখ 86 হাজারেরও বেশি টাকার জিএসটি বাকি রেখেছেন! এই নোটিশ শুধু যে সহায় সম্বলহীন মানুষটিকে অবাক করেছে তা নয়, খোঁজ করে জানা গিয়েছে যে সংস্থার কথা বলে এই বিপুল পরিমাণ কর চাওয়া হয়েছে তারও কোনও অস্বস্তিই নেই।

বিজয়ওয়ারার বাণিজ্যিক কর দফতরের সহকারি কমিশনারের পাঠানো নোটিশে আরও বলা আছে, জনপতির একটি কোটি টাকার সংস্থা আছে। নাম ‘ভাগ্যলক্ষ্মী এন্টারপ্রাইজ’। 2022 সালে তিনি ব্যবসা করেছেন। আর তাই তাঁর ওই বিপুল পরিমাণ কর দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেননি। অবিলম্বে সেই টাকা মিটিয়ে দিতে হবে।

আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন

Poor Laborer Slapped with 22.86 Lakh GST Notic

জনপতি ভেঙ্কটেশ্বরালু 

মার্চ মাসের 4 তারিখ এমন নোটিশ পাওয়ার পর থেকে জনপতির জীবন আমূল বদলে গিয়েছে। মজুরির কাজ করে সংসার প্রতিপালন ছেড়ে তাঁকে এখন ছুটতে হচ্ছে সরকারি দফতরে। আধিকারিকদের বলতে হচ্ছে, তিনি প্রতিদিনের রোজগারে সংসার চালান। কোটি টাকা সংস্থার মালিক তিনি নন। জনপতির অবাক হওয়া এখানেই শেষ নয়। নোটিশে থাকা সংস্থার ঠিকানায় গিয়ে তিনি জানতে পেরেছেন, সেখানে ওই নামে কোনও কোম্পানি নেই।

জনপতি মনে করেন, তাঁর আধার কার্ডের তথ্য ব্যবহার করে কেউ একটি প্যান কার্ড তৈরি করিয়েছে। তারপর ব্যবসা ফেঁদে বসেছে। তাঁর আরও দাবি, তিনি প্যান কার্ডের জন্য আবেদন করেছেন মাত্র 6 মাস আগে। অথচ এখন খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছেন, 2022 সালেই তাঁর নামে কার্ড ইস্যু হয়ে গিয়েছিল।

জনপতির প্রশ্ন, তাঁর অজান্তে কীভাবে কেউ তাঁর নামে ব্যবসা খুলল ? প্রশাসন কেন কিছুই জানতে পারল না ? তাঁর দাবি, যথাযথ তদন্ত করে দেখতে হবে ঠিক কী হয়েছে। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাও খুঁজে বের করতে হবে । পাশাপাশি এই বিপুল পরিমাণ করের বোঝা থেকেও রেহাইয়ের পথ খুঁজছেন তিনি।

আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা

আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন