দিনের পর দিন তাঁর কাজের সময় নষ্ট হচ্ছে একটি কারণে, বিরক্ত অমিতাভ বচ্চন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি এখনও সিনেমায় অভিনয় করছেন। টিভি অনুষ্ঠান পরিচালনা করছেন। বিজ্ঞাপনের মুখ হচ্ছেন। নানা আলোচনাসভায় অংশ নিচ্ছেন। অনেক অনুষ্ঠানেও তিনি অতিথি হয়ে হাজির হচ্ছেন। এই বয়সেও তাঁর কাজের অন্ত নেই। মূল্যবান সেসব কাজের সময়।

অথচ একটি কারণে তাঁর সেই কাজের সময় নষ্ট হয়ে চলেছে। দিনের পর দিন চলছে এই কাজের সময় নষ্ট হওয়া। আর তিনি পেরে উঠছেন না। এভাবে কতদিন ধরে চলা যায়! নিজের বিরক্তির কথা এবার প্রকাশ্যেই বলে ফেললেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন জানান, এখন খুব দ্রুত বদলে যাচ্ছে নানা বৈদ্যুতিন যন্ত্র। প্রযুক্তির উন্নতি দ্রুত নতুন নতুন সব জিনিস বাজারে আনছে। তারা কেমন করে কাজ করে সেটা নতুন করে শিখতে হচ্ছে।

এত নিত্যনতুন বৈদ্যুতিন যন্ত্র সামনে আসছে যে তার সঙ্গে তাল মেলানো কঠিন হচ্ছে। সেগুলো কীভাবে কাজ করে, কীভাবে তা ব্যবহার করতে হয়, সেসব শিখতে হচ্ছে। এতে অনেক সময় নষ্ট হচ্ছে।

অমিতাভ বচ্চন জানান, তাঁর অনেকগুলো কাজের দিন নষ্ট করে দিয়েছে এই নতুন নতুন যন্ত্র। যা চালানো শিখতেই তাঁর সময় চলে যাচ্ছে। কাজ করবেন কখন! সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে কার্যত হাঁসফাঁস করছেন অমিতাভ।

তাঁর স্পষ্ট কথা, তাঁর কাছে থাকা যন্ত্র তো তাঁকেই চালাতে হবে। সবসময় তো কারও সাহায্য নেওয়া যায়না। সেজন্য সেটা চালানো শিখতে হবে। আর তাতেই যাচ্ছে সময়। তাতেই বেজায় বিরক্ত অমিতাভ। যদিও না শিখেও উপায় নেই।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন