Bangla News Dunia, Pallab : দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন সাংসদের উদ্দেশে তিনি বলেন, ‘নেতা কে বড় আর কে ছোট, সেটা তাঁর আচরণে প্রমাণিত হয়। দিলীপ ঘোষ একজন যোগ্য নেতা, তাই তিনি দায়িত্ব নেওয়ার পর বিজেপির উন্নতি হয়েছিল।’
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
দিলীপের (Dilip Ghosh) প্রশংসা করতে গিয়ে হুমায়ুন টেনে এনেছেন শুভেন্দুর প্রসঙ্গ। বিরোধী দলনেতাকে বিঁধে তৃণমূল বিধায়ক বলেন, ‘শুভেন্দু (Shuvendu Adhikari) চক্রান্ত করে দিলীপকে জেতা আসন থেকে সরিয়ে দিয়েছে।’ তাতেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আরও একটা বিতর্ক। নেতা কে বড় আর কে ছোট, সেটা তাঁর আচরণে প্রমাণিত হয়। ২০১৫ সালের আগে কেউ বোঝেনি, দিলীপ ঘোষ একজন উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন। ২০১৬-তে তিনি নির্বাচন ফেস করে খড়্গপুরের মতো জায়গায় আমাদের ১০ বারের এমএলএ জ্ঞান সিং সোহমপালকে হারিয়ে নির্বাচিত হলেন। ২০১৯-এও তিনি জিতে গেলেন। সাংসদ হলেন। ২০২৪ সালে তাঁর জেতা সিট থেকে শুভেন্দুরা চক্রান্ত করে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। সেই ব্যক্তি বড় না ছোট, সেটা মূল্যায়ন করা যাবে না। শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালবাসে। ২০১৬ সালে তো আমাকেও শুভেন্দু চক্রান্ত করে তৃণমূলের (TMC) টিকিট পেতে দেয়নি।’
হুমায়ুনের কাছ থেকে দরাজ সার্টিফিকেট পেয়ে পালটা মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কেউ আমার প্রশংসাও করতেই পারেন, নিন্দাও করতে পারেন। হুমায়ুন কবীরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, শত্রুতা নেই। তবে যে কেউ তাঁর মত প্রকাশ করতেই পারেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন