দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন শুভেন্দু ! তুঙ্গে জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

suvendu adhikari vs dilip ghosh

Bangla News Dunia, Pallab : খড়্গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। বচসার সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক বাধে। সরব হয় তৃণমূল। সেই বিতর্কে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে পেলেন দিলীপ ঘোষ। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে সমর্থন জানিয়ে নিউটনের তৃতীয় সূত্র টেনে আনলেন শুভেন্দু। একইসঙ্গে বললেন, দিলীপ ঘোষ যা করেছেন, ঠিক করেছেন।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

গত শুক্রবার খড়্গপুরের ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। সেইসময় দিলীপ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়। আমি টাকা দিয়ে রাস্তা বানিয়েছি।” তখন এক মহিলা বলেন, বাপ তুলে কেন কথা বলছেন? পাল্টা দিলীপ বলেন, “চোদ্দপুরুষ তুলব। বেশি ন্যাকামি করবে না।”

এই ঘটনায় দিলীপের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। তবে নিজের মন্তব্যে অনড় থাকেন দিলীপ। তৃণমূলই এই বিক্ষোভ করিয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে তাহলে বাড়িতে ঢুকে মারব। নাহলে বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব।”

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন