Bangla News Dunia, Pallab : ‘২১ জুলাইয়ের আন্দোলন না হলে ভোটাধিকার পেতেন না। দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিজেপি (BJP)-কে রাজনৈতিকভাবে বিসর্জন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ সোমবার ২১ জুলাইয়ের মঞ্চে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। পাশাপাশি নিশানা করলেন বামেদেরও। সিপিএম (CPM)কে ‘নরকঙ্কালের সরকার’ বলে আক্রমণ মমতার। তাঁর কথায়, ‘রাম-বাম-শ্যাম তিনটে এক হয়েছে।’
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
মমতা বলেন, ‘বিজেপির চক্রান্ত তো চলছে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। মানুষের কথা বলে না তারা। নির্বাচনের আগে প্রথম সার্কুলার ভারত সরকার পাঠিয়েছে। এক হাজারের উপর লোককে কাউকে মধ্যপ্রদেশ, কাউকে ওডিশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে।’ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতার দাবি, ‘কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও তাঁর সরকার বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক জনহিতকর প্রকল্প রাজ্য চালিয়ে যাচ্ছে। আবাস প্রকল্পে গরিবদের বাড়ি দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মস্থানের উন্নতিকল্পে কাজ করেছে তৃণমূল সরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের সরকারে ৯৪টি সামাজিক স্কিম আছে।’
বিরোধীদের কটাক্ষ করে মমতার বক্তব্য, ‘এই সংগ্রাম চলবে, সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন হবে। আর বামেদের কথা ছেড়ে দিন। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে টাকা খেয়ে বসে আছে।’ তাঁর সংযোজন, ‘আমরা এখানে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছে। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়ে কী ভেবেছিলেন? বাংলা করতে পারে না? আমরা পেরেছি।’
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর