Bangla News Dunia, দীনেশ :- শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর পর নড়েচড়ে বসল কেন্দ্রীয় (Centre) সরকার। সূত্রের খবর, কুম্ভমেলা (Maha Kumbh 2025) চত্বর এবং নয়াদিল্লির (New Delhi) দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভিড় নিয়ন্ত্রণের জন্য নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দেশের ৬০টি ব্যস্ত রেলস্টেশনে স্থায়ী ‘হোল্ডিং জোন’ তৈরি করা। জরুরি পরিস্থিতিতে এই জোনে ভিড়ের একাংশকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়া আগামী দিনে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ অভিযান চালাবে ভারতীয় রেল। ভিড় নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নেওয়া হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে কেন্দ্র।
আরো পড়ুন :- রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম
সূত্রের খবর, গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে ভিড়ের চাপ বাড়লে যাত্রীদের হোল্ডিং জোনের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনও ট্রেন আসতে বা ছাড়তে দেরি করলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যাত্রীদের সতর্ক করার ব্যবস্থাও থাকবে। প্রয়াগরাজের সঙ্গে যুক্ত ৩৫টি রেলস্টেশনের ওপর নজর রাখতে কেন্দ্রীয়ভাবে একটি ওয়ার রুম তৈরি করা হয়েছে। দুর্ঘটনার পর শুধু নয়াদিল্লি স্টেশনেই ২০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ সংলগ্ন ৪টি রাজ্যে মোট ৩০০ কিলোমিটার ব্যাসার্ধে মহাকুম্ভগামী ভিড়ের চাপ অত্যধিক। ভক্তদের ৯০ শতাংশই ওই এলাকার মধ্য দিয়ে যাতায়াত করছেন। সেদিকে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসন।
আরো পড়ুন :- গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন
মহাকুম্ভের সময় ত্রিবেণি সংগমে ডুব দিতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হচ্ছে। শাহিস্নানের দিনগুলিতে সংখ্যাটা কয়েক কোটিতে পৌঁছে যাচ্ছে। শুধু উত্তরপ্রদেশ নয়, আশপাশের রাজ্যগুলির রেল ও সড়রপথ পুণ্যার্থীদের ভিড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে মানুষকে। এই পরিস্থিতিতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছে। ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ শাহিস্নানে ফের উপচে পড়বে ভক্তদের ভিড়। তার আগে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইছে সরকার।
আরো পড়ুন :- 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে ? দেখে নিন তালিকা