Bangla News Dunia, Pallab : গত শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে। আর সেই ফলাফলে প্রায় তিন দশক পর গেরুয়া ঝড় উঠল দিল্লির বুকে। রীতিমত মুখ থুবড়ে পড়েছে আম আদমি পার্টি। হ্যাটট্রিক করতে না পারায় ১০ বছর পর দিল্লিবাসী মুখ ফেরাল অরবিন্দ কেজরিওয়ালের থেকে। বিজেপির এই উল্লাস যেন দিকে দিকে ছড়িয়ে পড়ল। এমনকি বাংলার প্রতিটি জেলায় জেলায় বিজেপি সমর্থকদের আনন্দ ছিল চোখে দেখার মত। আর সেই আবহেই অনুষ্ঠিত হল পান্ডুয়ার নির্বাচন।
আরও পড়ুন : স্মার্টফোন চুরি হয়ে গেলে প্রথমেই কী করা উচিত? জেনে নিন
গত রবিবার, পান্ডুয়ার সিমলাগর ভিটাসিন পঞ্চায়েতের পোটবা সমবায় সমিতি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১২টি আসন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থী দিয়েছিল বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ভোট দাতার সংখ্যা ছিল মোট ৮৩৩ জন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে পোটবা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলে। দুপুর ১২ টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ যা বিকেল তিনটে পর্যন্ত চলে। কিন্তু গণনা শেষ হতে রাত হয়ে যায়। তবে শুরু থেকেই বাম ও বিজেপি প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে ছিল তৃণমূল প্রার্থীরা। একের পর এক আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করতে থাকেন।
আরও পড়ুন : নিম গাছে মিষ্টি রস, হাঁড়ি–কড়াই নিয়ে ছুট হাঁড়িপুকুরে, জানতে বিস্তারিত পড়ুন
বড় জয় তৃণমূল কংগ্রেসের
সবশেষে চূড়ান্ত ফলাফল অনুযায়ী সমবায়ের সব আসনেই জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। খাতা একদমই খুলতেই পারেনি বাম এবং বিজেপির কোনও প্রার্থী। এই প্রথম পোটবা সমবায় সমিতিতে নির্বাচন হল। যেখানে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় পা রেখে দাবি করেছেন যে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। সেখানে এই ফলাফল বড় ধাক্কা দিল বিজেপি কর্মীদের। এদিকে ফলাফল ঘোষণার পর থেকেই রাতে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।