Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- দীপাবলি হল আলোর উত্সব। কার্তিক অমাবস্যার ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে শুভ শক্তিকে আবাহন করা হয়। অন্ধকারকে হারিয়ে আলোর জয়গান গাওয়া হয় এই উত্সবে। বাঙালিরা এদিন মা কালীর পুজো করলেও অবাঙালিদের ঘরে ঘরে এদিন লক্ষ্মী ও গণেশের পুজো হয়ে থাকে। বাঙালিদের মধ্যেও অনেকে কোজাগরী পূর্ণিমার বদলে অমাবস্যায় লক্ষ্মীপুজো করেন। এই দিনের লক্ষ্মীপুজোকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়ে থাকে।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
দীপাবলি মানেই প্রদীপ। এদিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দীপাবলিতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। কয়েকটি সহজ জ্যোতিষ টোটকা মেনে প্রদীপ জ্বালিয়ে আপনি দূরে করতে পারবেন আপনার দুর্ভাগ্যের অন্ধকার। তবে চলুন দেখে নেওয়া যাক কি কি করবেন।
১. তেল নয়, দীপাবলির সন্ধেয় গাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারলে তা অত্যন্ত শুভ ফল দেয়। এর ফলে সমস্ত রকম অশুভ শক্তি আপনার ঘর থেকে দূরে সরে যাবে এবং আপনার ঘরে পজিটিভ শক্তির বাতাবরণ তৈরি হবে।
২. দীপাবলির দিন প্রদীপে একটি লবঙ্গ রেখে দিন এবং সেটি প্রদীপের সঙ্গে জ্বলতে দিন। এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি সরে যাবে। লবঙ্গের ধোঁয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৩. দীপাবলিতে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানোও শুভ বলে মনে করা হয়। গাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে না পারলে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। এর ফলেও আপনি শুভ ফল লাভ করবেন।
৪. বেশিরভাগ বাড়িতেই দীপাবলির প্রদীপ জ্বালাতে সর্ষের তেল ব্যবহার করা হয়। শনির দশা চললে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উপকারী।
৬. দীপাবলির সন্ধেয় ঠাকুরের আসনের সামনে একটি পঞ্চপ্রদীপ অবশ্যই জ্বালাবেন। এটা করতে একদমই ভুলবেন না।
আরো পড়ুন :- জীবনের যাবতীয় সমস্যা দূর করতে, বাস্তু মতে বাড়িতে আনুন কিছু জিনিষ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )