দীর্ঘ অনভ্যাসের জের ! জাতীয় পতাকা উত্তোলনের শুরুতে হোঁচট বঙ্গ সিপিএমের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দেশ জুড়ে সব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের। নেপথ্যে বঙ্গ সিপিএম। কিন্তু তারপর শুরুতে হোঁচট খেল সিপিএম। স্বাধীনতা দিবসে প্রথমবার আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বড় ভুল করে বসলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যা নিয়ে বিতর্কে জড়াল সিপিএম।

avilo home

জাতীয় পতাকা তোলার অনভ্যাসের জের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে পতাকা তুলতে গিয়ে লক্ষ্য করেন সেটা উলটো উঠছে। এগিয়ে আসেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। মাঝপথেই নামিয়ে ফেলতে হয় পতাকা। তারপর ঠিক করে উত্তোলন করেন বিমান বসু। যা নিয়ে শুরু তুমুল বিতর্ক। আর সমালোচনা নেট দুনিয়ায়।

দীর্ঘ দিনের ট্র্যাডিশন বদলে ৭৫ তম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম। তবে শুধু আলিমুদ্দিনে নয়, স্বাধীনতা দিবসে সারা দেশের সমস্ত পার্টি দপ্তরেই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এক বছর ধরে চলবে নানা কর্মসূচি। দেশে ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র , সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা নিয়ে বর্ষ ব্যাপী চলবে প্রচার। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। তবে আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে। তাই মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজের সময় মত টিকা নিন। সকলে সুস্থ থাকুন আর অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলুন। শীঘ্রই করোনা চলে যাবে আর ভালো সময় আসবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন