Bangla News Dunia, Pallab : অষ্টম পে কমিশন নিয়ে আবারো বিরাট বড় আপডেট চলে এলো। বিশাল বড় সুখবর দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে জেটি জানলে চমকে উঠবে সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। বিরাট বড় খুশির খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চলেছে এবার ৮ম পে কমিশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান সংসদে দিয়েছেন গুরুত্বপূর্ণ বড় একটি আপডেট, যা ৩৬.৫৭ লক্ষ কর্মচারী ও ৩৩.৯১ লক্ষ পেনশনভোগীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সকলের মনে খুশির সঞ্চার হবে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নতুন এই পে-কমিশন কী পরিবর্তন নিয়ে আসবে, কখন বাস্তবায়িত হবে এবং কারা কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
৮ম পে কমিশনের বর্তমান অবস্থা:
অর্থমন্ত্রী সংসদে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে নতুন করে যে ৮ম পে কমিশনের টার্মস অফ রেফারেন্স (ToR) চূড়ান্ত করার কাজ অতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং এটি বাস্তবায়িত করার জন্য সরকারি বিভিন্ন দপ্তর যেমন প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT)-এর মতামত নেওয়া হয়েছে। সকল দপ্তরের পরামর্শ মতই নতুন এই নিয়ম লাগু হবে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরেই অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে ToR চূড়ান্ত হয়ে যেতে পারে অনুমান করছেন এবং ২০২৫ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর নাগাদ কমিশন তার রিপোর্ট পেশ করবে বলে জানা গিয়েছে।
কী পরিবর্তন আসতে পারে:
নতুন করে এই অষ্টম পে কমিশন বেতন কাঠামোতে বিশাল বড় রদবদল আনতে পারে বলে অনুমান করা হচ্ছে। পূর্ববর্তী ৭ম পে কমিশনে ১৩-১৪% বেশি বেতন বৃদ্ধি হয়েছিল তবে সেই তুলনায় এবার ২০-২৫% বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন সকলেই। এর পাশাপাশি পেনশন ব্যবস্থায়ও আসবে বেশ কিছু সংস্কার, যেখানে বলা হয়েছে ২০১৬ সালের আগে ও পরে অবসরপ্রাপ্ত সকল কর্মচারী সমান সুবিধা পাবেন। প্রতিরক্ষা কর্মীদের জন্য থাকবে বিশেষ নিয়ম তবে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন