দুঃস্বপ্ন ভুলতে চাইছে ভূস্বর্গ !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- জীবনে খারাপ পর্ব আসেই। কিন্তু ভালোর খোঁজটা চালিয়ে যেতেই হয়। ভূস্বর্গও (J&K) এই তত্ত্বেই বিশ্বাসী। পহলগামের বৈসরণে জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বুধবার কাশ্মীর উপত্যকাজুড়ে স্বতঃস্ফূর্ত বনধে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরল।

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

জঙ্গি হামলার পর গোটা কাশ্মীরজুড়ে পর্যটকদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতেই বেশিরভাগ পর্যটক পহলগাম, সোনমার্গ, গুলমার্গ, দুধপাথরি, ইউজমার্গের মতো গুরুত্বপূর্ণ ভিউপয়েন্টগুলি ছেড়ে নিরাপত্তার জন্য শ্রীনগরে ঘাঁটি গেড়েছেন। অনেকেই চড়া দামে বিমানের টিকিট কেটে উপত্যকা ছেড়েছেন। আর যাঁরা যেতে পারেননি, তাঁরা শ্রীনগরের বিভিন্ন হোটেলে রয়ে গিয়েছেন। অন্যান্য ভিউপয়েন্টের হোটেলগুলি খাঁখাঁ করলেও শ্রীনগরের হোটেলগুলিতে এদিনও পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। শ্রীনগরের বাইরের গুরুত্বপূর্ণ ভিউপয়েন্টগুলি ঘুরে দেখার কর্মসূচিরও পরিবর্তন তাঁদের করতে হয়। এদিন সকাল থেকেই ডাল লেক, শালিমার বাগ, মানসবাল লেক, নিশাদবাগ টিউলিপ গার্ডেন, শংকরাচার্য মন্দির, পরিমহল প্রভৃতি স্থানে পর্যটকরা ঘুরে কার্যত দুধের স্বাদ ঘোলে মেটান। তাঁদের অনেকেরই ইতিমধ্যেই একবার এই জায়গাগুলি ঘোরা হয়ে গিয়েছিল। তবে অন্য কোনও জায়গায় যাওয়ার উপায় না থাকায় তাঁরা এদিন ফের চেনা জায়গাগুলিতেই আবার ঢুঁ মারেন।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

হাতে বেশ কিছুটা বাড়তি সময় পাওয়ায় অনেকে আবার কেনাকাটার দিকে হাত বাড়ান। এদিন সকাল ৯টা নাগাদ শ্রীনগরের মক্কা মার্কেট, গনি খান মার্কেট, বাটমালো, লাল চক, ডাল লেক সংলগ্ন মার্কেটের মতো জায়গাগুলিতে দোকানপাট খোলা ছিল। বেশ বিকিকিনিও চলছিল। বেলা ১০টা নাগাদ কলকাতার ভবানীপুরের বাসিন্দা পারমিতা মুখোপাধ্যায়কে শালিমার বাগে সপরিবারে ঘুরতে দেখা গেল। তাঁর কথায়, ‘বুধবার পহলগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু জঙ্গিহানার কারণে সেখানে যাওয়াটা আর হল না। তাই একবার শ্রীনগর ঘুরে দেখলেও বাধ্য হয়ে ফের একই জায়গা ঘুরে দেখছি। পাশাপাশি সময় পাওয়ায় পরিজনদের জন্য কিছু কেনাকাটাও সেরে নিচ্ছি।’ চণ্ডীগড়ের বাসিন্দা মদনলাল মহাজন সপরিবারে এবারই প্রথম কাশ্মীর ঘুরতে এসেছেন।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

এবারের পরিস্থিতিতে পহলগামে যেতে না পারায় মনে বেশ আক্ষেপ রয়েছেন। মা ক্ষীরভবানী মন্দিরে পহলগামে মৃতদের আত্মার শান্তি কামনা করে তিনি পুজো দেন। ব্যারাকপুরের বাসিন্দা সুজিত চৌধুরী ও মিনা চৌধুরী বুধবার কাশ্মীর পেঁৗছোন। এখানে আসার পর পহলগামের জঙ্গিহানার ঘটনাটি জানতে পারেন। এদিন বিকেলে শংকরাচার্যের মন্দির দর্শন করে সিঁড়ি দিয়ে নামার পথে সুজিত বললেন, ‘ভেবেছিলাম পহলগাম ঘুরতে না পারলেও অন্যান্য ভিউপয়েন্ট ঘুরে দেখতে পাব। তবে স্ত্রী আর এখন ওই পয়েন্টগুলিতে যেতে চাইছে না। শুক্রবার কাটারার উদ্দেশে রওনা দিচ্ছি। বৈষ্ণো দেবীর মন্দির দর্শন করে কাশ্মীর ভ্রমণে এবারের মতো ইতি টানব।’

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন