দুটি ভুলের জন্য কোটি কোটি রেশন কার্ড বাতিল হচ্ছে, জানুন সেটি কি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রেশন কার্ড (Ration Card), যা মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব মানুষের কাছেই গুরুত্বপূর্ণ এক সম্পদ। শুধু খাদ্য সামগ্রী নয়, বরং এটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবেও কাজ করে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রেশন দুর্নীতি বন্ধ করার জন্য কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। আর এর ফলে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে।

আপনার রেশন কার্ডও কি বাতিল হয়ে গিয়েছে বা আপনার রেশন কার্ড বাতিল হবে কিনা জানতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

কেন রেশন কার্ড ব্লক করা হচ্ছে?

খাদ্য সাথী প্রকল্পের আওতায় এতদিন রাজ্যের প্রায় ১০ কোটি ৬০ লক্ষ মানুষ রেশনের সুবিধা পেতেন। কিন্তু বাস্তবে এতো মানুষের রেশন তোলার রেকর্ড ছিল না। রাজ্য সরকার একটি রিভিউ এর মাধ্যমে জানতে পারে যে, বহু রেশন কার্ড এখনো সক্রিয় রয়েছে এবং তারা মাসের পর মাস রেশন না তুলে কার্ড রেখে দিয়েছেন। আর এর ফলে সরকারের উপর অপ্রয়োজনীয় অর্থনৈতিক চাপ বাড়ছে।

কী না করলে রেশন কার্ড বাতিল হতে পারে?

প্রথমত যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। এছাড়া টানা ছয় মাস যদি রেশন না তোলেন সেক্ষেত্রে রেশন কার্ড বাতিলের সম্ভাবনা থাকে। এই দুটি শর্ত পূরণ না করলেই রেশন কার্ড নিষ্ক্রিয় বা ব্লক করে দিচ্ছে সরকার। আর ব্লক হওয়ার তিন মাসের মধ্যে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেই কার্ড চিরতরে বাতিল করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন