দুবাইয়ে ভয়ানক কাণ্ড ! দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন পাক নাগরিকের

By Bangla News Dunia Dinesh

Published on:

job in dubai

Bangla News Dunia , দীনেশ : দুবাইয়ের একটি বেকারিতে দুই ভারতীয় সহকর্মীকে তলোয়ার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পাক নাগরিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল। নিহতদের নাম প্রেমসাগর (৩৫) এবং শ্রীনিবাস। দুজনেই তেলেঙ্গানার বাসিন্দা। প্রেমসাগরের বাড়ি নির্মল জেলায়। শ্রীনিবাস নিজামবাদ জেলার বাসিন্দা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাগর নামে আরেক ভারতীয় তরুণ।

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের বেকারিতে ভারতীয় তরুণদের সঙ্গে কাজ করত ওই পাক নাগরিক। ১১ এপ্রিলও তাঁরা কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় পাকিস্তানের বাসিন্দা ওই ব্যক্তি হঠাৎ ধর্মীয় স্লোগান দিতে দিতে আচমকাই তাঁদের ওপর তলোয়ার দিয়ে হামলা চালায়। তলোয়ারের কোপে ক্ষতবিক্ষত হন প্রেমসাগর এবং শ্রীনিবাস। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

মঙ্গলবার প্রেমসাগরের কাকা পোশেট্টি দেহ দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন। তিনি জানান, প্রেমসাগর পাঁচ-ছয় বছর ধরে ওই বেকারিতে কর্মরত ছিলেন। দুই বছর আগে শেষবার বাড়ি এসেছিলেন। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, তিনি বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন