Bangla News Dunia, Pallab : দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। সেই মামলা আদালতে ওঠে বুধবার (২০ অগস্ট)। সেখানে মামলাকারী ও রাজ্য সরকারের আইনজীবীর কথোপকথন একনজরে।
আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO
আজ অর্থাৎ বুধবার দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের দাবি, প্রতি বছর দুর্গা পুজোর আগে এই একই ইস্যুতে একটা করে মামলা করা হয়। আর পুজো মিটলে মামলাকারীদের আর জনগণের কথা মনে থাকে না। অপরদিকে, মামলাকারীর আইনজীবী জানান, সরকারি কোষাগারের টাকা এই ভাবে পুজোর নামে দান করা যায় না। বছর বছর এই অনুদানের পরিমাণ বাড়ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না।
এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে পুলিশের মাধ্যমে যাবতীয় খরচার হিসেব নেওয়ার নির্দেশ দিয়েছিল। বাস্তবে অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব কার্যত রাখা হয় না। উল্টে প্রতি বছর অনুদানের পরিমাণ বাড়ছে।” আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।