দুর্গাপুজো কেমন যাবে আপনার ? দেখুন রাশি অনুযায়ী

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ষষ্ঠী থেকে দশমী পালিত হবে শারদীয়া দুর্গোত্‍সব। এবারও করোনা আবহে দুর্গা পুজোয় কিছু বিধিনিষেধ বহাল থাকছে। পুজোর এই কটা দিন মেষ থেকে মীন, বিভিন্ন রাশির জাতকদের কেমন কাটবে তা জেনে নিন।

১. মেষ রাশির জাতকের অর্থ, প্রেম, সন্তান এবং ভাগ্য— সব দিকেই শুভ ফলের আশা রাখা যেতে পারে। সংসারেও শান্তি বজায় থাকবে।

২. এই বছর পুজোয় অর্থ এবং কর্মের উন্নতি যোগ রয়েছে বৃষ রাশির জাতকের। অর্থ আসতে পারে অর্থাৎ বৃষ রাশির জাতকদেরও ভাগ্য চমকাতে চলেছে এই দুর্গাপুজোয়।

৩. পুজোর সময় খুব ভালো কিছুর আশা রাখবেন না মিথুন রাশির জাতকেরা। পুজো সময় তাই একটু সচেতন থাকার চেষ্টা করুন। তবে ধীরে ধীরে ছন্দে ফিরবে।

niladri misra

 

৪. কর্কট রাশির ক্ষেত্রে এই পুজোয় বিশেষ লাভের আশা রাখা যাচ্ছে। আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে এই সময়।

৫. সিংহ রাশির ক্ষেত্রে নতুন কর্মের যোগ তৈরি হতে চলেছে। পারিবারিক দিক অত্যন্ত শুভ। ভাগ্যের উন্নতি প্রবল ভাবে লক্ষ করা যাবে।

৬ কন্যা রাশির জাতকের চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ – সব দিকে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এই রাশির ভাগ্যে বিশেষ উন্নতি লক্ষ করা যাবে।

আরো পড়ুন :- আপনি কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ? তবে সাথে রাখুন এই তিনটি পাতা

৭. পুজোর দিনগুলোয় একটু সাবধান থাকার চেষ্টা করুন তুলা রাশির জাতকরা। যতটা সম্ভব কম বেরনোর চেষ্টা করুন। পুজোর দিনে কিন্তু আপনার জন্য বিপদ অপেক্ষা করে আছে।

৮ বৃশ্চিক রাশির ধনযোগ বৃদ্ধি পেতে চলেছে এই পুজোয়। বিবাহিত জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে।

৯. ধনু ওপর থেকে শত্রুর চাপ অনেকটা কমে যাবে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে এবং ঋণ মুক্তিও ঘটবে।

১০. মকর রাশির জাতকের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের নতুন চমকের সঙ্গে অর্থিক উন্নতি ঘটবে।

১১. কুম্ভ রাশির জাতকের জীবনে এই পুজোয় সাফল্য আসতে চলেছে দ্বিগুণ। মনের সকল ইচ্ছা পূরণ হবে এই পুজোয়। জীবনে নানা দিকে সুবর্ণ সুযোগ আসবে।

১২. মীন রাশির জাতকের জীবনে এই দুর্গা পুজোয় গোল্ডেন টাইম আসতে চলেছে। প্রায় সব দিক থেকেই উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে।

আরো পড়ুন :- আপনি কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ? তবে সাথে রাখুন এই তিনটি পাতা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন