দুর্গাপুরের সভায় 5400 কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, কোন কোন প্রকল্প ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রায় দেড়মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামিকাল, শুক্রবার শিল্পশহর দুর্গাপুরে সভা করবেন তিনি ৷ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী ৷

চলতি বছরে মার্চ মাসের শেষে আলিপুরদুয়ারে এসে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷ পাশাপাশি রাজনৈতিক সভা থেকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে ৷ তার পর আবার শুক্রবার প্রধানমন্ত্রী এরাজ্যে আসছেন ৷ এবার তাঁর কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামকে ৷

বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, নেহরু স্টেডিয়ামে দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে ৷ একটিতে সরকারি কর্মসূচি হবে ৷ দ্বিতীয়টিতে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী ৷ সরকারি কর্মসূচির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী 5400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷ তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেলের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি ।

কী কী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে, দেখে নেওয়া যাক একনজরে –

  • মেজিয়া, অন্ডাল ও রঘুনাথপুরে ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পের আধুনিকীকরণ ৷
  • তেল ও গ্যাসের পরিকাঠামগত উন্নয়নের স্বার্থে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর প্রায় 1950 কোটি টাকা মূল্যের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের শিলন্যাস ৷
  • দুর্গাপুর ও কলকাতার মধ্যে (132 কিলোমিটার) দৈর্ঘ্যের দুর্গাপুর হলদিয়া ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন ৷ জগদীশপুর-হলদিয়া ও বোকারো-ধামরা পাইপলাইনের অংশ হিসেবে তৈরি করা হয়েছে ৷
  • দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র ও দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের 1457 কোটি টাকারও বেশি ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা-ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (FGD)-এর উদ্বোধন ৷
  • পুরুলিয়ায় ৩৯০ কোটি টাকারও বেশি ব্যয়ে পুরুলিয়া-কোটশিলা রেল লাইন (36 কিলোমিটার) সম্প্রসারণের উদ্বোধন ৷
  • পশ্চিম বর্ধমানের তোপসি এবং পাণ্ডবেশ্বরে 380 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত দু’টি রোড ওভারব্রিজ উদ্বোধন ৷

এছাড়াও আরও কিছু প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হতে পারে বলে খবর ৷ তবে দুর্গাপুর কার্যত আশায় বুক বাঁধছে নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে । দুর্গাপুরে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ ৷ তার মধ্যে এমএএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন নতুন করে খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী কোনও বার্তা দেবেন কি, সেই দিকেই তাকিয়ে শিল্পশহর ৷

PM Narendra Modi Rally

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার প্রস্তুতি দুর্গাপুরে 

মোদির সভা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনন্ডিএ সরকার সারা দেশের সমস্ত অঙ্গরাজ্যগুলির সার্বিক উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ । আগামিকাল বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয়তম রাজনীতিবিদ নরেন্দ্র মোদি দুর্গাপুর থেকে 5 হাজার কোটি টাকার বেশি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন ।’’

PM Narendra Modi Rally

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার প্রস্তুতি দুর্গাপুরে 

তিনি আরও বলেন, ‘‘রেলের সম্প্রসারণ, গ্যাসের পাইপ লাইনের সংযোগ, রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন, বিভিন্ন পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কারখানার আধুনিকীকরণ এবং নতুন ইউনিট প্রতিস্থাপন আগামী ভারতবর্ষকে দিশা দেখাবে ৷ আগামী 2026-এ তৃণমূলের বিসর্জন আসন্ন ।’’

Samik Bhattacharya

সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য 

এদিকে মোদির সভা ঘিরে দুর্গাপুর বিজেপির পতাকা-পোস্টারে ছেয়ে গিয়েছে ৷ পথে এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি দেখা যাচ্ছে ৷ পদ্মফুল আঁকা গেরুয়া পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন রোটারি থেকে পথঘাট । নেহরু স্টেডিয়ামে সকাল থেকেই এসপিজির উচ্চপদস্থ আধিকারিক থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীদের দৌড়াদৌড়ি । ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীদের নজরদারিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।

PM Narendra Modi Rally

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার প্রস্তুতি দুর্গাপুরে 

সময়সূচী অনুসারে, দুপুর 2টো নাগাদ অন্ডালে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তারপর 19 নম্বর জাতীয় সড়ক ধরে সড়কপথে গান্ধি মোড় থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন রাস্তা অতিক্রম করে তিনি 3টে নাগাদ পৌঁছাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে । প্রাকৃতিক প্রতিকূলতা না-থাকলে নরেন্দ্র মোদির রাস্তায় আসার সময় রোড শো করবেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফত ।

সকাল থেকেই নেহরু স্টেডিয়ামে নজরদারি চালাতে দেখা যায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা ও আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য ।

নরেন্দ্র মোদির সভায় থাকার কথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যরা ৷

আরও পড়ুন:- দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন ? এই ঘরোয়া উপায়ে কয়েক মিনিটেই কাজ হবে

আরও পড়ুন:- বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রাইফেল বানাচ্ছে ভারত, মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন