Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে একাধিক গ্রহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর গোচর করে। যার শুভ ও অশুভ ফলাফল বিভিন্ন রাশিতে পরে থাকে। তেমন নিয়মেই আসন্ন সময়ে বুধাদিত্য যোগ তৈরি হবে। তার ফলে বহু রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। দুর্গাপুজোর চতুর্থীতে সূর্যদেব প্রবেশ করতে চলেছে তুলা রাশিতে। সেই দিন দুপুর ১ টা ১৮ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। তার ঠিক একদিন পর, অর্থাৎ পঞ্চমীতে তুলায় প্রবেশ করবেন বুধ। তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। তখন একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছেন। দেখে নেওয়া যাক, এরফলে কোন কোন রাশি লাভ পাবেন —
আরো পড়ুন :- জানুন রাহুর রাশি পরিবর্তনের ফলে কোন ৩টি রাশির ভাগ্য বদলাতে চলেছে
১.ধনু রাশি : বুধাদিত্য রাজযোগ, ধনু রাশির বিশেষ লাভ দিয়ে থাকবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সমাপ্ত হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করা লাভদায়ী হতে পারে। চাকরিরতদের লাভ মিলতে পারে। অংশিদারির ব্যবসায় সৌভাগ্য ফিরবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন সুখবর।
২. মিথুন রাশি : খুব বেশি পরিশ্রমের ফল এবার পেতে থাকবেন আপনারা। পড়াশোনার সূত্রে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালে হতে পারে। মান সম্মান আগের থেকে বেশি বেড়ে যাবে। আয়ের নতুন নতুন সূত্র বেরিয়ে আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় হবে লাভ।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৩. সিংহ রাশি : আত্মবিশ্বাস আপনার ব্যক্তিত্বকে তুঙ্গে রাখবে। এই রাশির সমস্ত দিক থেকে মিলবে লাভ। কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে। আপনার অফিসে আপনার উচ্চ আধিকারিকরা আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসায় আপনার লাভ যোগ দেখা যাচ্ছে। কোনও ব্যবসায়িক চু্ক্তির জন্য বিদেশে যাত্রা করতে পারেন।
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)