দুর্নীতির দায়ে চাকরি বাতিল ! কী বলছে সিপিএম ?

By Bangla News Dunia Dinesh

Published on:

CPM

Bangla News Dunia, Pallab : ২০১৬ সালের এসএসসি’তে নিয়োগের (SSC Recruitment Case Verdict) পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। চাকরি বাতিলের ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সরব হল বিরোধীরা। ডিওয়াইএফআইয়ের ফেসবুক পেজ থেকে ৯ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনে সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করেছেন, চাকরিহারা ইস্যুকে সামনে রেখে ফের আন্দোলনে ফিরতে চাইছে সিপিএম।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

সেলিমের বক্তব্য, ‘চাকরিপ্রার্থীরা বছরের পর বছর লড়াই চালিয়ে যাচ্ছেন। রাজ্যের দুর্নীতির ফলে যোগ্যদেরও চাকরি গেল।’ সকলকে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা বলেন সেলিম। না হলে আবার যে নিয়োগ হবে সেখানেও দুর্নীতি হবে বলে জানিয়েছেন তিনি। সেলিম বলেন, ‘দুর্নীতি করল সরকার অথচ যোগ্যরাও চাকরি হারা হলেন। ২৬ হাজারের বাইরেও যাঁরা রয়েছেন, এখন তাঁদেরও শুনতে হবে, কবে আপনারা নিয়োগ পেয়েছেন। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হল।’

দুর্নীতি ইস্যুতে শুধু তৃণমূলই নয়, বিজেপিকেও একসূত্রে বেঁধে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘বিজেপি বলবে, স্বচ্ছ নিয়োগ করব। তাতো নয়। অন্য রাজ্যেও হয়েছে। মধ্যপ্রদেশে সবার প্রথম এই দুর্নীতি হয়েছে। ওখানে আরএসএসের কাছ থেকে তৃণমূল দুর্নীতির পাঠ নিয়েছে। ফলে তৃণমূল আর বিজেপি মুদ্রার ওপিঠ ওপিঠ।’

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘কোর্ট তো কোনও নির্বাচিত সরকারকে শাস্তি দিতে পারে না। আশা করব, যাঁরা ভোট দিয়েছেন তাঁরা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে শাস্তি দেবেন।’ মীনাক্ষীর মতে, ‘আমরা শুরু থেকে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। এবার মানুষকেও আওয়াজ তুলতে হবে।’ সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান সিপিএম নেতারা। ২ থেকে ৬ এপ্রিল মাদুরাইয়ে দলের পার্টি কংগ্রেস চলবে। সেখান থেকে ফিরে দুর্নীতি ইস্যুতে বাংলায় বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলে স্পষ্ট করেছেন সেলিম।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন