দুশ্চিন্তা বাড়াচ্ছে COVID, জনগণ এবং হাসপাতালগুলিকে কী কী নির্দেশ দিলো কেন্দ্র?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- করোনা সংক্রমণ ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩০২। ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যাও। একদিনে দেশে নতুন করে কোভিডে মৃত্যু হয়েছে ৭ জনের।

দেশের মধ্যে কেরলে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। একদিনে কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩৭৩ জন। এরপরেই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেমন ৫১০ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৪৬১। দিল্লিতে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫৭ জন।

বাংলার কী পরিস্থিতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে একদিনে  সংক্রমিত হয়েছেন ৪৩২ জন। এখনও পর্যন্ত করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের।

ফের মক ড্রিলের নির্দেশ

যে হারে নতুন করে করোনার দাপট বাড়ছে, তাতে ফের সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের করোনায় সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাঁদের জনসমক্ষে মাস্ক পরা উচিত। যাঁদের কোভিড উপসর্গ রয়েছে, তাঁদের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে যেসব রোগীর উপসর্গ রয়েছে, তাঁদের করোনার পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। বার বার হাত ধোওয়া, মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

কী কী উপসর্গ?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের JN.1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে: গলা ব্যথা, ঘুমের সমস্যা, সর্দি,কাশি, মাথাব্যথা, দুর্বলতা বা ক্লান্তি, পেশীতে ব্যথা।

চিকিৎসকদের মতে, ‘কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা হল সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু লক্ষণ, তবে এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে, তাই আগে পরীক্ষা করে নিন।’ বেশিরভাগ মানুষের মধ্যে কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা দেখা গিয়েছে।

আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন