Aadhaar Card Closed News: ব্যাংকের কাজ থেকে শুরু করে যাবতীয় সরকারি ক্ষেত্রে আধার কার্ডের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে সাম্প্রতিক আধার কার্ডের বহু দুর্নীতি ধরা পড়েছে, তাই ভারত সরকার এই সমস্ত দুর্নীতি কঠোর হাতে রোধ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আধার কার্ড রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সাম্প্রতিক আধার কার্ড নিরামক সংস্থা আধার কার্ডের স্বচ্ছতা আনতে প্রায় দু কোটিরও বেশি আঁধার কার্ড বাতিল করেছে। তাই আপনি এবং আপনার পরিবারের সদস্যদের আধার কার্ড সচল রয়েছে কিনা তা যাচাই করতে চাইলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আধার কার্ড নিরামক সংস্থা অর্থাৎ UIDAI স্বচ্ছতা এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখার জন্য ২ কোটিরও বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। তবে কাদের কাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে? আপনাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে কিনা কিভাবে বুঝবেন? নিষ্ক্রিয় হলে আপনাদের করণীয় কি? প্রভৃতি জানতে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

আধার কার্ড কেন বাতিল করা হলো?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সাম্প্রতিক বহু ভারতীয়দের আধার কার্ড নিষ্ক্রিয় করেছেন। একাধিক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে প্রায় দু কোটির কাছাকাছি আঁধার নাম্বার বাতিল হয়েছে। তবে যে আধার নাম্বার বাতিল হয়েছে সেগুলো একাধিক কারচুপি ধরা পড়েছে। বাতিল হওয়া এই কার্ডগুলির মধ্যে অধিকাংশই মৃত ব্যক্তিদের আধার কার্ড রয়েছে। যেকোনো প্রতারক ব্যক্তি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য এই মৃত ব্যক্তিদের আধার কার্ড ব্যবহার করতে পারে, যা সম্পূর্ণ অবৈধ। অতএব, সম্ভাব্য পরিচয় জালিয়াতি এবং সরকারি সুবিধার যথেচ্ছ ব্যবহার রোধ করার জন্য এই নিষ্ক্রিয়করণ অত্যন্ত জরুরি। তাই ভারত সরকার জরুরি মোতাবেক মৃত ব্যক্তিদের আধার কার্ডগুলি বাতিল করেছে।
মৃত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় করার পদ্ধতি:
আপনার পরিবারে কোনো মৃত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় করতে চাইলে প্রথমে myAadhaar পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যু রিপোর্ট করতে পারবেন। বর্তমানে, এই ফিচারটি ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপলব্ধ রয়েছে। পোর্টালে মৃত ব্যক্তির আধার নম্বর এবং মৃত্যু নিবন্ধন নম্বর, পাশাপাশি অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক বিবরণ এন্ট্রি করতে হবে। আপনার দেওয়া তথ্য যাচাই করার পর, UIDAI মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। UIDAI সমস্ত আধারধারীদের মৃত্যু শংসাপত্র পাওয়ার পর অবিলম্বে myAadhaar পোর্টালে তাদের প্রিয়জনের মৃত্যুর খবর জানাতে অনুরোধ করছে। যাতে তারা মৃত ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় করতে সক্ষম হয় এতে আধার কার্ড দুর্নীতি কিছুটা হলেও রোধ করা সম্ভব।
UIDAI সাফাই অভিযানে দেশের প্রায় ২ কোটিরও বেশি অবৈধ আধার কার্ড বাতিল করা হয়েছে। আধার কার্ডের বিশ্বাস যোগ্যতা বজায় রাখতে আগামীতেও ভারত সরকার একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তাই আপনার পরিবারে মৃত ব্যক্তির আধার কার্ডটির সচল থাকলে অতিসত্বর নিষ্ক্রিয় করতে পদক্ষেপ গ্রহণ করুন। নয়তো আপনার পরিবারে সেই মৃত ব্যক্তির আধার কার্ড নাম্বার কোন অসৎ ব্যক্তি অসৎ কাজে ব্যবহার করতে পারেন। এই সংক্রান্ত আর বিস্তারিত তথ্য পেতে আপনারা আধার কার্ডের অফিসের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেখান থেকে আপনারা আরো বিস্তারিত ভাবে এই বিষয়ে জানতে পারবেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You














