দেখে নিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনার কারণে ২০২১ সালে হয়নি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ৭ই মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

দেখে নিন মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি

৭ ই মার্চ – প্রথম ভাষা বাংলা
৮ মার্চ – দ্বিতীয় ভাষা ইংরেজি
৯  মার্চ – ভূগোল
১১ মার্চ – ইতিহাস
১২ মার্চ – জীবন বিজ্ঞান
১৪ মার্চ – অঙ্ক
১৫ মার্চ – ভৌত বিজ্ঞান
১৬ মার্চ – ঐচ্ছিক বিষয়

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীর ভট্টাচার্য জানিয়েছেন, ২ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২০ এপ্রিল। অন্যদিকে  প্র্যাকটিক্যাল পরীক্ষা গুলি শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ৪ মার্চ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। এই পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না বলেই জানিয়েছেন সভাপতি।

করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। কিন্তু উৎসবের মরশুমে সচেতন হন। মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন