Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যজুড়ে গরমে হাঁসফাঁস দশা। গরম থেকে মুক্তি পেতে এখন বহু বাড়িতেই বসছে এসি।
এসি চালালে বিদ্যুৎ খরচও বেশি। আসুন জেনে নেওয়া যাক দেড় টনের এসি ৫-৮ ঘণ্টা রোজ চালালে কত খরচ হবে।
এক টনের একটি এসি একই সময় চললে বিদ্যুৎ বিল আসবে প্রায় এক হাজার ৩০০ টাকার কিছু বেশি। ।
একই সক্ষমতার নন-ইনভার্টার এসিতে বিল আসতে পারে দেড় হাজার টাকার মতো
পুরোনো এসি থাকলে পুরোনো এসি ৮ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২০০০-২৫০০ মেগাওয়াট। ইউনিট খরচ প্রায় ২০ ইউনিট।
বাড়িতে এসি ৮ ঘন্টা হিসেবে দিন প্রতি ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এবার প্রতি ইউনিট গুণ করেই দেখে নিন খরচ।