দেড় টনের এসি রোজ ৫ ঘণ্টা চললে কত বিল আসবে মাসে? দেখে নিন হিসেব

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যজুড়ে গরমে হাঁসফাঁস দশা। গরম থেকে মুক্তি পেতে এখন বহু বাড়িতেই বসছে এসি।

এসি চালালে বিদ্যুৎ খরচও বেশি। আসুন জেনে নেওয়া যাক দেড় টনের এসি ৫-৮ ঘণ্টা রোজ চালালে কত খরচ হবে।

একটি দেড় টনের ইনভার্টার রেগুলার এসি ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা ৫০ মিনিট করে প্রতিদিন আট ঘণ্টা চললে এক মাসে বিদ্যুৎ খরচ হবে ২৫৩ দশমিক ৪১ কিলোওয়াট।
যার আনুমানিক বিল আসবে প্রায় ১ হাজার ৫৬৩ টাকার কিছু বেশি।
নন-ইনভার্টার প্রযুক্তির এসির ক্ষেত্রে দেড় টনে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা।
১.৫ টনের স্প্লিট এসি ৮ ঘন্টা চালানোর হিসেব দেওয়া হল। ৮০% এনার্জি কনজিউম অপশনে প্রথম ১ ঘন্টা চালালে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়।
আরও পড়ুন:- বাজারে নতুন স্ক্যাম । WhatsApp-এ পাঠানো ছবি ডাউনলোড করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা!

এক টনের একটি এসি একই সময় চললে বিদ্যুৎ বিল আসবে প্রায় এক হাজার ৩০০ টাকার কিছু বেশি। ।

একই সক্ষমতার নন-ইনভার্টার এসিতে বিল আসতে পারে দেড় হাজার টাকার মতো

পুরোনো এসি থাকলে পুরোনো এসি ৮ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২০০০-২৫০০ মেগাওয়াট। ইউনিট খরচ প্রায় ২০ ইউনিট। 

বাড়িতে এসি ৮ ঘন্টা হিসেবে দিন প্রতি ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এবার প্রতি ইউনিট গুণ করেই দেখে নিন খরচ। 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন