দেশজুড়ে বন্ধ Google Pay, PhonePe, Paytm ! কবে থেকে ঠিকঠাক চলবে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

upi , google pay , phone pay

Bangla News Dunia, Pallab : হঠাৎ করেই বিকল হয়ে গেল ভারতের ইউপিআই সিস্টেম (UPI System)। Google Pay থেকে শুরু করে PhonePe, Paytm সব জনপ্রিয় ডিজিটাল লেনদেন অ্যাপ কার্যত অচল হয়ে পড়েছে। পেমেন্ট তো দূরের কথা, বরং রিচার্জ থেকে শুরু করে বিল পেমেন্টও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কেন এমনটা হল? এর পিছনে আসলে কী কারণ রয়েছে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

ঠিক কী ঘটেছিল?

গতকাল, অর্থাৎ ১১ই এপ্রিল শনিবার দুপুর ১২টা নাগাদ হঠাৎ করেই অসংখ্য ব্যবহারকারী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং তারা জানান যে, তাদের ইউপিআই পেমেন্ট হচ্ছে না। কেউ স্ক্যান করে টাকা পাঠাতে পারছে না। আবার কেউ রিচার্জ করতে ব্যর্থ হচ্ছেন। 

ডাউন ডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, মাত্র কয়েক মিনিটেই অভিযোগের সংখ্যা ২২০ ছাড়ায়। এর মধ্যে প্রায় ৬৬ শতাংশ অভিযোগ পেমেন্ট ফেল হওয়ার এবং বাকিটা ফান্ড ট্রান্সফার কিংবা অন্যান্য ইউপিআই পরিষেবা ব্যবহার করতে না পারার অভিযোগ। 

সমস্যাটি কোথায়?

যদিও এখনো অফিসিয়াল কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে প্রযুক্তিবিদরা মনে করছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেটওয়ার্কে এই বড় ধরনের কোন প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। 

NPCI এর তত্ত্বাবধানে প্রচলিত হয় ইউপিআই নেটওয়ার্ক। আর এটি মূলত Google Pay, PhonePe, Paytm এর মত অ্যাপগুলির মাধ্যমে টাকা লেনদেন করে থাকে। ফলে মূল সার্ভারে যদি কোন সমস্যা হয় তাহলে অ্যাপ গুলিও কাজ করা বন্ধ হয়ে যায়। 

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন