দেশের কৃষকদের হাত শক্ত করছেন বাবা রামদেব ! জানুন কিভাবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের কৃষকদের হাত শক্ত করছেন বাবা রামদেব। আর সেই কাজে তাঁর মাধ্যম হয়ে উঠেছে পতঞ্জলি। কিন্তু আয়ুর্বেদিক ওষুধ নির্মাণকারী সংস্থা কীভাবে দেশের কৃষক শ্রেণীর হাত শক্ত করছে ?

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

সম্প্রতি নাগপুরে নিজেদের মেগা ফুড ও হার্বাল পার্ক খুলেছে। সংস্থার দাবি, এই প্রোজেক্টের হাত ধরে দেশের ও স্থানীয় কৃষকরা আরও মুনাফার মুখ দেখবে ও আত্মনির্ভর হবে ভারত। সংস্থার কর্মকর্তা রামদেব জানাচ্ছেন, তাদের সংস্থার অন্দরে যা পণ্য তৈরি হয় সবগুলোই নির্ভর করে কৃষকদের উপর। কারণ, এই সব পণ্য প্রাকৃতিক দ্রব্য দিয়ে তৈরি।

তিনি আরও জানান, আমরা যে সকল আর্য়ুবেদিক ওষুধ বা অন্যান্য পণ্য তৈরি করি, তার প্রায় প্রতিটিতেই আমলা, গিলয়, মধু, অ্যালোভেরার মতো দ্রব্য থাকে। আর এই সবগুলিই দেশের কৃষকরা চাষ করেন। সেই সূত্র ধরেই দেশের ফসলে, দশের জন্য তৈরি হচ্ছে একেবারে দেশীয় আর্য়ুবেদিক ঔষধী।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন