দেশের কৃষক বন্ধুদের স্বার্থে দারুণ পদক্ষেপ সরকারের, এবার আয় হবে 42000 টাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকার কৃষকদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan) সঙ্গে এবার একটি নতুন পেনশন স্কিম যুক্ত করা হতে পারে, যার আওতায় কৃষকরা ৬০ বছর বয়সের পর বার্ষিক ৪২০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সরকারের এই পদক্ষেপ লক্ষ লক্ষ কৃষক পরিবারের আর্থিক নিরাপত্তা আরও শক্ত করবে বলে মনে করা হচ্ছে।

PM Kisan 2025

সরকার সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত কৃষক ইতি মধ্যেই প্রধানমন্ত্রী কিসান যোজনার আওতায় রয়েছেন, তাদের মধ্যে অনেকেই ৬০ বছর বয়সের পর পেনশন সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এই সুবিধার মূল লক্ষ্য হল প্রবীণ কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, PM Kisan স্কিম অনুযায়ী কৃষকরা বছরে ৬০০০ পান তিন কিস্তিতে, এখন নতুন প্রস্তাব অনুযায়ী, কৃষকরা পেনশন ফান্ডে সামান্য টাকা জমা দিলে বার্ধক্যে তারা বছরে ৪২০০০ পর্যন্ত পেতে পারেন।

আরও পড়ুন:- বিরাট সুখবর! অবশেষে বকেয়া ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

কীভাবে কাজ করবে এই পেনশন প্রকল্প?

এই প্রকল্পটি অনেকটা “প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনার মতোই কাজ করবে। কৃষকদের থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত একটি মাসিক টাকা কেটে রাখা হবে এবং অবসরের পর তারা পেনশন পাবেন। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কৃষকদের মাসে ৫৫ থেকে ২০০ পর্যন্ত জমা দিতে হবে, ৬০ বছর বয়সের পর থেকে তারা ৩০০০ মাসিক পেনশন পাবেন অর্থাৎ বছরে ৩৬০০০, এই পেনশন প্রকল্পের সঙ্গে PM KISAN এর টাকা জুড়ে দিলে মোট বাৎসরিক আয় দাড়াবে ৪২০০০ (৩৬০০০ + ৬০০০)।

এই প্রকল্পে কে যোগ দিতে পারবেন?

সরকার জানাচ্ছে, যে সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বর্তমানে PM KISAN সুবিধা পাচ্ছেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে এই পেনশন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, মাসিক অল্প টাকা জমা করার ইচ্ছা থাকতে হবে, আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং কৃষিকাজে নিযুক্ত থাকতে হবে।

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে নিকটস্থ CSC (Common Service Centre)-তে যেতে হবে। এছাড়াও আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে সরকারি পোর্টালের মাধ্যমে। আধার কার্ড, ব্যাংক একাউন্টের ডিটেলস, ভূমির তথ্য ও বয়সের প্রমাণ। সরকারের মূল উদ্দেশ্য হল প্রবীণ কৃষকদের এমন একটি নিরাপত্তা বলয় দেওয়া, যাতে তাঁদের বার্ধক্যে আর্থিক সঙ্কটে না পড়তে হয়। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও নজর রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:- বুধ থেকে শুক্রবার পর্যন্ত বাতিল প্রচুর ট্রেন ! দেওয়া হল তালিকা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন