উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের সংখ্যা ৮৩.৯টি। যা সবচেয়ে কম। এনিয়ে টানা চারবার এই তকমা পেল তিলোত্তমা।
২০ লক্ষ জনসংখ্যার ১৯টি শহরকে নিয়ে সমীক্ষা করা হয়েছিল। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে। সেখানে প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের সংখ্যা ৩,১৯২.৪টি। দিল্লিতে সংখ্যাটি ২,১০৫.৩। সুরাটে ১,৩৭৭.১। কলকাতায় প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের সংখ্যা ৮৩.৯টি। সেকারণে তিলোত্তমাই সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। সেখানে লক্ষ জনসংখ্যায় অপারাধের সংখ্যা ৩৩২.৩টি। তৃতীয় স্থানে পুনে (৩৩৭.১)। মুম্বইতে প্রতি লক্ষে অপরাধের সংখ্যা ৩৫৫.৪টি।
রিপোর্ট মোতাবেক, কলকাতায় নারী নির্যাতনের মতো অপরাধও কিছুটা কমেছে। ২০২৩ সালে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে ১ হাজার ৭৪৬টি। ২০২২ সালে সংখ্যাটা ছিল ১ হাজার ৮৯০। তবে খুনের মতো অপরাধ বেড়েছে। এনসিআরবি-র রিপোর্ট বলছে, ২০২৩ সালে শহরে এই ধরনের ঘটনা ঘটেছে ৪৩টি। ২০২২ সালে সংখ্যাটি ছিল ৩৪।














