দেশে করোনা সংক্রমণ ৪ লাখের বেড়া টপকে গেলো, দেখুন কোথায় কত সংক্রমিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   সারা দেশে করোনা সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে গেলো আর মৃত্যুও ১৩০০০ টোপকেছে। টানা ৯ দিন ধরে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১০,০০০ -এর বেশি মানুষ। আর ১ দিনে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। জুনের ২ তারিখে সংক্রমণ ২ লাখ অতিক্রম করেছিল। সেই সংখ্যা ১৮ দিনে ডাবল হল। আর মাত্র ৮ দিনে সংক্রমণ ৩ লাখ থেকে ৪ লাখে পৌছালো। বর্তমানে দেশে নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে বলে সংক্রমণের সংখ্যাও চোখে পড়ছে।

cকরোনা ভাইরাস

 

বিশেষজ্ঞরা বার বার বলছেন -কন্টাক্ট ট্রেসিং -এ জোর দেওয়ার জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর -গত ২৪ ঘন্টায় ১৪৫১৬ জন দেশে সংক্রমিত হয়েছে। আর রাতেই সেই সংক্রমণের সংখ্যা ৪ লাখ ধরে ফেলেছে। সরকারের তথ্য অনুসারে -মৃত্যু ১২,৯৪৮ হলেও (৯ টা অবদি ) রাতের বেলা সেটা বেড়ে  ১৩,০৬১ হয়ে যায়। কোভিদ  ট্রেকারের হিসাবে -সারা দেশে ৪ লাখ ১,৪১৭ জন ব্যক্তি বর্তমানে সংক্রমিত ,চিকিৎসা চলছে ১ লাখ ৭০,৮৯৯ জনের আর সুস্থ হয়েছে ২ লাখ  ১৭,৪০৭ জন।

Corona Test

 

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যায় -দিল্লি ,মুম্বাই ও চেন্নাইয়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। বর্তমানে দেশের ৬৫ টি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। লক ডাউন তুলে নেওয়ার পর কিছু রাজ্যে করোনার সংক্রমণ খুব বেড়ে গেছে। দিল্লিতে সংক্রমণ ৫০,০০০ ছাড়িয়েছে। মহারাষ্ট্রে শনিবার অবদি আক্রান্ত ছিল ১ লাখ ২৪,৩৩১ জন। গত ২৪ ঘন্টায় কেরালাতে ১২৭ জন সংক্রমিত হয়েছে।

Highlights

১.  দেশব্যাপী করোনা সংক্রমণ ৪ লাখ অতিক্রম করলো। 

২.  বিশেষজ্ঞরা বলছেন -কন্টাক্ট ট্রেসিং -এ জোর দেওয়ার জন্য।

৩.  -সারা দেশে ৪ লাখ ১,৪১৭ জন ব্যক্তি বর্তমানে সংক্রমিত। 

করোনা  সংক্রমণ    # ভারত   #  চিকিৎসা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন