Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইন্ডিয়া টুডে কনক্লেভের(India Today Conclave) প্রথমদিন মঞ্চে হাজির হন বলিউড সুপারস্টার আমির খান। ১৪ মার্চ আমির খান ৬০ বছরে পা দেবেন। আর তার আগে কনক্লেভের মঞ্চে লাইট, ক্যামেরা, আমির: থ্রি ডিকেডস অফ অফ সুপারস্টার সেশনে এসে আমির খান তাঁর জীবন, কেরিয়ার, সন্তান ও সিনেমা সহ অন্য বিষয়ের ওপরও কথা বলেন। কনক্লেভের মঞ্চে আমিরকে জিজ্ঞাসা করা হয় দেশে কি অতি জাতীয়তাবাদের যুগ চলছে? আমির এই প্রশ্নের উত্তরে কী বললেন জানুন।
সেশন চলাকালীন আমির খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি মনে করেন যে আজকাল দেশে যথেষ্ট উগ্র জাতীয়তাবাদ রয়েছে? এ ব্যাপারে আমির বলেন, আমি জানি না। আমি ফিল্মি দুনিয়াতে হারিয়ে থাকি। এই বিষয়ে বলতে পারব না। আপনি বলুন। এরপর আমির ডেল্লি বেলি-র মতো সিনেমা সম্পর্কে বলেন, যেখানে অশালীন শব্দ ও দৃশ্য ছিল। আমির খান বলেন, একজন অভিনেতার জন্য কমেডি করা খুবই কঠিন কাজ। আমার এটা করতে খুবই ভাল লাগে আর সিনেমা তৈরি করতেও বেশ লাগে।
আরও পড়ুন:- টানা ১৯ দিন লোকাল সহ প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কবে থেকে
আরও পড়ুন:- বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জেনে নিন