Bangla News Dunia, Pallab : জাতিগত সমীক্ষার (Caste survey) ভিত্তিতে সংরক্ষণ (Reservations) করতে গিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত সংরক্ষণের সীমা ছাড়িয়ে গেল কংগ্রেস শাসিত তেলেঙ্গানার (Telangana) রেবন্ত রেড্ডির সরকার। সে রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট শূন্যপদের ৭০ শতাংশই পড়বে সংরক্ষণের আওতায়। মঙ্গলবার বিধানসভায় অনগ্রসর জাতির (Backward Classes) জন্য সংরক্ষণ বাড়িয়ে ৪২ শতাংশ করার গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
তেলেঙ্গানার বিধানসভায় যে নতুন সংরক্ষণ বিলটি পাশ হয়েছে, সেখানে অনগ্রসর জাতির সংরক্ষণ ২৯ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। তপশিলি জাতির জন্য সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ এবং তপশিলি উপজাতির সংরক্ষণ ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ শতাংশ। আর এই বিলটি যদি কার্যকর হয়, তবে সরকারি চাকরিতে সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৭০ শতাংশ। সেক্ষেত্রে অসংরক্ষিত চাকরি থাকবে মাত্র ৩০ শতাংশ। কিন্তু সুপ্রিম কোর্ট (Supreme Court) কর্তৃক নির্ধারিত সংরক্ষণের সীমা ৫০ শতাংশ। তাই তেলেঙ্গানাকে এই আইন কার্যকর করতে হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করতে হবে। যদিও এই বিল আইনে কার্যকর করতে কেন্দ্রের অনুমোদনও প্রয়োজন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই পদক্ষেপকে ‘সামাজিক ন্যায়বিচারের ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি প্রশংসা করে লিখেছেন, ‘ভারতে সামাজিক বিপ্লবের নেতৃত্ব দিতে পেরে তেলেঙ্গানা গর্বিত। আমাদের অনগ্রসর জাতির ভাইবোনদের দীর্ঘদিনের দাবি অবশেষে মুক্তি পেয়েছে।’ সেই সঙ্গে রেবন্ত এও উল্লেখ করেছেন যে, তেলেঙ্গানায় অনগ্রসর জাতির জনসংখ্যা ৫৬.৩৬ শতাংশ। পাশাপাশি কংগ্রেস সরকার যে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করেছে সেকথাও বলেছেন তিনি। রাহুল গান্ধি এবং প্রিয়াংকা গান্ধিও তেলেঙ্গানা সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।