Bangla News Dunia, Pallab : সোমবার রাতে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন অঞ্চল কেঁপে উঠল ৬.২ মাত্রার এক ভূমিকম্পে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, ভূমিকম্পের উপকেন্দ্রটি যে এলাকায় রয়েছে সেটি একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই অঞ্চলে সুনামির ঝুঁকিও রয়েছে। যদিও এই ভুমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন বেশ ভালভাবেই অনুভব করেছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই স্থানীয় দুর্যোগ মোকাবিলা দলগুলি যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। দ্বীপপুঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার (Commissioner of Disaster Management) জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, “যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে আমরা এই অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকির পরিপ্রেক্ষিতে সতর্কতা এবং প্রস্তুতির গুরুত্বের উপর জোর দিচ্ছি।” প্রাথমিক সতর্কতা ব্যবস্থা সক্রিয় রয়েছে। উদ্ধারকর্মীরাও প্রস্তুত রয়েছেন পরিস্থিতির মোকাবিলা করার জন্য।