দৈনিক আয় ১৫০০-২০০০ টাকা ! ছোট ঘরে শুরু করুন এই ব্যবসা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab :  বর্তমানে ব্যবসার দিকে ঝুঁকছে অনেকেই কিন্তু জানে না সে কি ব্যবসা করবে এবং পুজির অভাবে অনেকেই ব্যবসা করতে ভয় পাচ্ছেন। এবার আপনার জন্য এমন ব্যবসার আইডিয়া নিয়ে আসা হয়েছে যেখানে আপনার এই সমস্ত সমস্যার সমাধান করা যাবে। এখানে আপনি খুব স্বল্প টাকা ইনভেস্ট করে প্রতি মাসে ভালো ইনকাম করতে পারেন। এই ব্যবসা করলে আপনি মাসে মাসে ভালো আয় করতে পারেন। চলুন তাহলে দেরি না করে এ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেওয়া যাক –

আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই

বাংলাদেশ কিংবা ভারতের গ্রামাঞ্চলে অনেকেই এমন ব্যবসা খুঁজছেন যেখানে খরচ অনেক কম, ঝুঁকি কম কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি। শহরের ভিড় ও প্রতিযোগিতা থেকে দূরে বসেই যদি কেউ ভালো উপার্জন করতে চান, তবে মাশরুম চাষ হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো, অল্প জায়গা ও সীমিত বিনিয়োগে খুব দ্রুত আয় শুরু করা যায়। বিশেষ করে ওয়েস্টার (Oyster) মাশরুম চাষ গ্রামীণ উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক ও টেকসই উপায় হতে চলেছে।

কেন মাশরুম চাষ এত জনপ্রিয় হচ্ছে

মাশরুম শুধু সুস্বাদুই নয়, এর রয়েছে অনেক ঔষধি গুণও যা অনেকের জানা। এতে উচ্চমাত্রায় প্রোটিন, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারি হয়ে থাকে। অনেক গবেষণায় দেখা গেছে, মাশরুম খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়, ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে এই ব্যবসা।

বর্তমানে বাজারে মাশরুমের চাহিদা শহরের পাশাপাশি গ্রামেও দিনে দিনে বেড়েই চলেছে। বিশেষ করে রেস্তোরাঁ, ফাস্ট ফুড সেন্টার, সুপার শপ ও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে মাশরুমের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তাই সঠিক সময়ে এই ব্যবসা শুরু করলে ক্রমবর্ধমান চাহিদার বড় একটি অংশ আপনি নিজের হাতে পেতে চলেছেন।

কোন ধরনের মাশরুম সবচেয়ে লাভজনক

বিশ্বজুড়ে অনেক ধরনের মাশরুম পাওয়া যায়— যেমন

  1. বাটন মাশরুম (Button Mushroom)
  2. ওয়েস্টার মাশরুম (Oyster Mushroom)
  3. মিল্কি মাশরুম (Milky Mushroom)
  4. শিটাকে মাশরুম (Shiitake Mushroom)

এদের মধ্যে যদিও বাটন বা মিল্কি মাশরুমের বাজার ভালো, কিন্তু এগুলোর জন্য আধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং বেশি বিনিয়োগ প্রয়োজন হয়ে থাকে। অন্যদিকে, ওয়েস্টার মাশরুম চাষে খরচ খুব কম, যত্ন সহজ এবং গ্রামীণ পরিবেশেও সহজে উৎপাদন করা যায়। তাই নতুনদের জন্য ওয়েস্টার মাশরুম সবচেয়ে ভালো অপশন হতে পারে।

আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন