দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Holi

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  পঞ্জিকা মেনে আর কয়েক দিন পরই আসছে ২০২৫ সালের হোলি ও দোল উৎসব পালিত হতে চলেছে। পঞ্জিকা মতে এই বসন্ত উৎসবে পূর্ণিমার দিন বিশেষ সত্যনারায়ণ পুজোও বহু বাড়িতে আয়োজিত হয়। বাড়িতে অনেকে বিষ্ণু দেবতা, নারায়ণকে এই শুভ তিথিতে পুজো দেন। এই পূর্ণিমা তিথি কখন থেকে পড়ছে তা দেখে নেওয়া যাক।

দোল সারা ভারতে পালিত হলেও তা ব্রজধাম, মানে মথুরা-বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, গোবর্ধন, বরসানায় অতি বিশিষ্ট। রাধাকৃষ্ণের প্রেমলীলাই এর উপজীব্য। দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় লোকেদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠেন। দোলযাত্রা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। দোলপূর্ণিমা তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে দোলপূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বার হয় এবং আবির খেলায় মেতে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন। দোল উৎসব ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হলেও এই উৎসবের সূচনা হয় পূর্বদিবস হোলিকা দহন বা নেড়াপোড়ার মাধ্যমে। এই দোলপূর্ণিমার পুণ্য তিথি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবেরও জন্মতিথি। এবছর আগামী ১৪ মার্চ শুক্রবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? জেনে নিন

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
পূর্ণিমা তিথি আরম্ভ

ইংরেজি– ১৩ মার্চ, বৃহস্পতিবার
বাংলা– ২৯ ফাল্গুন, বৃহস্পতিবার।
সময়– সকাল ১০টা ৩৭ মিনিট

পূর্ণিমা তিথি শেষ
ইংরেজি– ১৪ মার্চ, শুক্রবার
বাংলা– ৩০ ফাল্গুন, শুক্রবার
সময়– বেলা ১২টা ২৫ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
পূর্ণিমা তিথি আরম্ভ

ইংরেজি– ১৩ মার্চ, বৃহস্পতিবার।
বাংলা– ২৮ ফাল্গুন, বৃহস্পতিবার।
সময়– সকাল ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ড

পূর্ণিমা তিথি শেষ
ইংরেজি– ১৪ মার্চ, শুক্রবার
বাংলা– ২৯ ফাল্গুন, শুক্রবার
সময়– সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ড

কখন পুজো করবেন?
এই বছর ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে আগামী ১৪ মার্চ। পূর্ণিমা পড়ছে ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে। দোল পূর্ণিমা থাকবে ১৪ মার্চ ২০২৫ শুক্রবার বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে ১৪ মার্চ শুক্রবার। আগের দিন, অর্থাৎ ১৩ মার্চ হবে ন্যাড়া পোড়া এবং হোলিকা দহন। ১৪ মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি, দুই-ই এক দিনে পালিত হবে। সেদিন আবার রয়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই আমাদের দেশে গ্রহণের কোনও প্রভাব পড়বে না।

হোলিকা দহনের সময়
দেশের নানান প্রান্তে হোলির আগের দিন হোলিকা দহন পালিত হয়। সেই হোলিকা দহনের সময়সূচিও দেখে নিন। শাস্ত্রমতে, হোলিকা দহনের শুভ সময় ১৩ মার্চ রাত ১১:২৬ থেকে ১২:৩০ পর্যন্ত হবে। এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় হবে ১ ঘণ্টা ৪ মিনিট।

আরও পড়ুন:- কিভাবে মাত্র 50 টাকায় পাবেন নতুন QR যুক্ত Pan Card! এক ক্লিকে জেনে নিন

আরও পড়ুন:- ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন পলাতক ললিত মোদী, কোন সুবিধা পাওয়ার জন্য এই কাজ করলেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন