‘দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি…’, ইউক্রেন সংঘাতের সমাধানে মোদির সঙ্গে আলোচনায় ফরাসি প্রেসিডেন্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

ইউক্রেনে চলতে থাকা সংঘাতের দ্রুত অবসান কীভাবে ঘটানো যেতে পারে, সেই বিষয়ে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার এই আলোচনাকে ‘ভালো’ বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদি টুইট করেন, “আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ইতিবাচক মূল্যায়ন করেছি। ইউক্রেন সংঘাতের দ্রুত অবসানের প্রচেষ্টা সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।”

এদিনের এই আলোচনায় প্রধানমন্ত্রী মোদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর মধ্যে গত সপ্তাহের বৈঠকের ফলাফল সম্পর্কে অবহিত করেন ম্যাক্রোঁ। উল্লেখ্য, ফ্রান্স এবং ইউকে সহ ৩১টি দেশের এই জোটের (Coalition of the Willing) লক্ষ্য হল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে শক্তিশালী করা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রনাগত তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। এর এক দিন আগেই, ইউরোপীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একটি কনফারেন্স কলের পর ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন, ‘রাশিয়াকে এই যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তির পথ তৈরি করতে সাহায্য করার জন্য’ ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। সেই আবহেই এবার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষে মোদির সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর এই মতবিনিময় যে বেশ তাৎপর্যপূর্ণ, সেকথা বলাই বাহুল্য।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন