‘দ্য মামি’ ছবির স্কারাব বিটলের ছ’টি নয়া প্রজাতির খোঁজ ভারতে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর–পূর্বের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সাতটি রাজ্যকে জ়ুলজিস্টরা আজও জীববৈচিত্র্যের ‘হটস্পট’ বলেই মনে করেন। দেশের একেবারে বিপরীত দুই প্রান্তে অবস্থিত এই দুই অঞ্চলে গবেষণায় চমকে দেওয়ার মতো ফল পেলেন জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জ়েডএসাই) বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় খোঁজ পাওয়া গেল ‘স্কারাব বিটল’–এর ছ’টি নতুন প্রজাতির। সদ্য খোঁজ পাওয়া এই প্রজাতিগুলো সম্পর্কে ইতিমধ্যেই একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে প্রাণীবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা ‘জ়ুটাক্সা’–তে।

স্কারাব বিটল বললেই মনে পড়তে পারে ‘দ্য মামি’। বিখ্যাত ওই সিনেমায় ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছিল মিশরের রাজপুরোহিত ইমহোটেপ–কে। ফারাও সেটি দ্য ফার্স্ট–কে হত্যার অপরাধে তাঁকে জীবন্ত অবস্থাতেই মামি করে রাখার নিদান দেওয়া হয়। রাজপুরোহিতকে একটি কফিনে শুইয়ে সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল অজস্র স্কারাব বিটল। প্রাণীর চামড়া ভেদ করে শরীরের ভিতরে ঢুকে পড়ে কুরে কুরে তার মাংস খেয়ে ফেলত বিটলের এই প্রজাতি।

সেই স্কারাব বিটলের ছ’টি নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে ইমহোটেপের জন্মভূমি মিশর থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে ভারতের পশ্চিমঘাট এবং উত্তর–পূর্ব ভারতের মিজোরাম, মণিপুর ও অরুণাচলপ্রদেশ থেকে। জু়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জ়েডএসআই) দেবাংশু গুপ্ত, দেবীকা ভুঁইয়া এবং কৈলাস চন্দ্রর মিলিত গবেষণাতেই এই আবিষ্কার। তবে, সিনেমায় দেখানো বিটলের মতো এই বিটলগুলো আদৌ ভয়ঙ্কর নয়। এরা নিতান্তই নিরীহ এবং এরা পরিবেশের জন্য উপকারী বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

জ়েডএসআই–এর পক্ষ থেকে জানানো হয়েছে স্কারাব বিটলের যে ছ’টি নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে, তারা ‘নিওসেরিকা’, ‘মালাডেরা’ এবং ‘সেরিকা’ গোত্রের অন্তর্ভুক্ত। যে যে জায়গা থেকে এই প্রজাতিগুলোর খোঁজ পাওয়া গিয়েছে, সেই জায়গার নাম অনুযায়ী বিটলদের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মালাডেরা চাম্ফাইয়েনসিস মিজোরামের চাম্ফাইয়ের নামে নামকরণ করা হয়েছে। নিওসেরিকা চুড়াচাঁদপুরেনসিস নাম হয়েছে মণিপুরের চুড়াচাঁদপুরের নামে। মালাডেরা বারাশিঙ্গা ভারতীয় জলাভূমির হরিণের (বারাশিঙ্গা) নামে নামকরণ করা হয়েছে। মালাডেরা লামলায়েনসিস নামকরণ হয়েছে অরুণাচল প্রদেশের লামলার নামে। সেরিকা সুবানসিরিয়েনসিস নামটি রাখা হয়েছে অরুণাচল প্রদেশের সুবানসিরি অঞ্চলের নামে নামকরণ করা হয়েছে। মালাডেরা ওনাম নামটি রাখা হয়েছে কেরালার ওনাম উৎসবের নামে।

জ়েডএসআই–এর অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় এই আবিষ্কারকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ‘এই গবেষণা বৈজ্ঞানিক জ্ঞান ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এর ফলে আঞ্চলিক জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে।’ বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিটলের এই প্রজাতিগুলো শস্যের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গ খেয়ে এবং মাটির খাদ্যগুণ সংরক্ষণ করে পরিবেশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আরও পড়ুন:- ভিন রাজ্যের অশান্তির ছবি দেখিয়ে মুর্শিদাবাদের নামে প্রচার করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের

আরও পড়ুন:- ওষুধে ৫০% থেকে ৯০% ছাড় । কোন জায়গা থেকে কিনবেন দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন