‘দ্য সৎসঙ্গ ফাউন্ডেশন’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখলেন শ্রী এম

By Bangla News Dunia Dinesh

Published on:

লকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সৎসঙ্গ আয়োজন করেছিল এক বিশেষ ধৰ্মীয় তথা সামাজিক আলোচনা সভার। সেই সভায় বিশেষ অতিথি ছিলেন আধ্যাত্মিত গুরু ও শিক্ষাবিদ শ্রী এম। কয়েক হাজার দর্শকের সামনে তিনি তাঁর ধৰ্মীয় জীবন দর্শন তুলে ধরে বলেন,’সত্য’ একটি সহজ ও সরল ধারণা।

এটি ভালো বা মন্দে সীমাবদ্ধ নয়। মনকে শান্ত রেখে তা উপলব্ধি করতে হয়। তিনি আরো বলেন, জগতে প্রতিটি সত্তার মধ্যে এক পরম শক্তি বিদ্যামান। তাই কাউকে ঘৃণা করতে নেই।

প্রার্থনা ও ধ্যানের পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, প্রার্থনা অসহায় মানুষের মানের গভীর প্রকাশ। ঈশ্বরের কাছে আমরা কিছু চাই। তবে শ্রেষ্ট প্রার্থনায় চাওয়ার বিষয়টা ধীরে ধীরে চলে যায় আর ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পন করি। প্রকৃত আত্ম সমর্পন খুবই কঠিন। অনেকেই হয়তো আংশিক আত্ম সমর্পন করেন।

তিনি মনে করেন, সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ মন্দ বলে কিছু হয় না। ভালো মন্দ মিলিয়েই মানুষের পূর্ণতা। তাই মানুষকে ঘৃণা না করে ভালোবাসতে হয়। মুক্তি বা মোক্ষলাভ খুবই কঠিন বিষয়। এটি পরিশ্রম ও গভীর ধ্যানের মাধ্যমে অর্জন করতে হয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন