ধনতেরাসের দিনে রাশি অনুযায়ী পালন করুন কিছু টিপস , পাবেন সাফল্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ধনতেরাসের দিনে রাশি পরিবর্তন করবে বুধ। কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। বৃহস্পতি ও চন্দ্রের সঙ্গে বুধ সম্পর্কযুক্ত। দুই গ্রহের বিশেষত্ব উপস্থিত। ধনতেরাসের এই গ্রহ গোচর অনুযায়ী ১২ রাশির ১২ উপায় সম্পর্কে জানানো হল, যা পালন করলে ধন-সমৃদ্ধির পথ উন্মুক্ত হবে। দেখুন একনজরে —–

মেষ- ধোয়া কাপড় পরুন। কারও কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না। রাগ করবেন না।

বৃষ- মন্দিরে চাল ও দুধ দান করুন। সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান।

মিথুন- তামনসিক ভোজন ও মদ্যপান থেকে দূরে থাকুন। সৎ কার্য করুন।

avilo home

কর্কট- খাবার আগে গোরুকে খাওয়ান ও মশলাযুক্ত খাবার এড়িয়ে যান।

সিংহ- রুপোর গ্লাসে জল পান করুন এবং কারও কাছ থেকে ধার বা কিছু নেবেন না।

কন্যা- বুধ গ্রহের মন্ত্র জপ করুন এবং প্রতিশ্রুতি পূরণ করুন।

তুলা- কৃষ্ণের পুজো করুন। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং ধোয়া কাপড় পরুন।

বৃশ্চিক- ধনতেরাসে উপবাস রাখলে নুন খাবেন না। জলে গোটা মুগ নিক্ষেপ করুন।

ধনু- পান্না রত্ন ধারণ করুন এবং মিথ্যা বলবেন না। অশ্বত্থ গাছে জল অর্পণ করুন।

মকর- গোরুকে সবুজ ঘাস খাওয়ান। দাঁত পরিষ্কার রাখুন।

কুম্ভ- গণেশ মন্দিরে দর্শন করুন। কাক ও কুকুরকে রুটি খাওয়ান।

মীন- বুধের বীজ মন্ত্র জপ করুন। অশ্বত্থ গাছ জল অর্পণ করুন ও ধূপ দেখান।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন