ধনতেরাসে ঘরে সৌভাগ্য আনতে মেনে চলুন কিছু নিয়ম !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ধনতেরাসে ঘরে সৌভাগ্য আনতে মেনে চলুন কিছু নিয়ম ! কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাসের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে দীপাবলি উৎসবের সূচনা হয়। এই উৎসব শেষ হয় ভাইফোঁটার দিন। দীপাবলি মানেই হল প্রদীপের সমষ্টি। তাই এই দিন প্রত্যেক হিন্দু ধর্মালম্বীরা তাদের বাড়িতে মঙ্গল কামনায় প্রদীপ জ্বালান। সমস্ত হিন্দু বাড়ির মানুষের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে সারারাত প্রদীপ জ্বালিয়ে অলক্ষী কে বিদায় করে মা লক্ষ্মী কে গৃহে আহবান করেন।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩ তম দিন ধনতেরাস হিসেবে পালন করা হয়। এই দিন শুধুমাত্র সোনা কিনলেই হবে না তার পাশাপাশি মেনে চলুন কিছু নিয়ম —–

১. নিজেদের ভাগ্য উন্নত করতে বাড়িতে লক্ষী এবং কুবেরের পুজো করতে হয়। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই পূজা পালন করা হয়। শাস্ত্রে বলা আছে কুবের তার আরাধ্যা দেবী লক্ষ্মী পুজো করে ধনপতি হয়েছিলেন। এই বিশেষ তিথিতে ধন সম্পদ বৃদ্ধির আশায় পালন করা হয় ধনতেরাস।

২. ধনতেরাসের দিন সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মূল প্রবেশদ্বার এর সামনে রং দিয়ে রঙ্গলি বানাতে হয়। এছাড়া বাড়ির প্রবেশ দ্বারের দুপাশে আঁকতে হয় মা লক্ষ্মীর পায়ের চিহ্ন।

আরো পড়ুন :- শনির সাড়েসাতি থেকে মুক্তির উপায় ! বিস্তারিত পড়ুন

৩. এই দিন ছোট ঘটে নতুন কেনা ধাতু নিয়ে তাতে সামান্য চাল, সুপারি, তেরোটি পদ্ম বীজ, গঙ্গা জল দিয়ে ওপর থেকে ফুল, সোনা অথবা রুপোর কয়েন রেখে দিতে হবে। যদি নতুন গয়না কিনতে না পারেন, সে ক্ষেত্রে পুরনো গয়না ব্যবহার করতে পারেন।

এই নিয়ম পালন করলে আপনার জীবনে ধন এবং সম্পত্তির কোন অভাব হবে না।

Highlights

1. ধনতেরাসে ঘরে সৌভাগ্য আনতে মেনে চলুন কিছু নিয়ম !

2. নিয়ম পালন করলে আপনার জীবনে ধন এবং সম্পত্তির কোন অভাব হবে না

#ধনতেরাস #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন