ধন, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে মহাশিবরাত্রিতে পালন করুন এই সহজ নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

shiv

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :-  আগামী ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উৎসব পালিত হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবী পার্বতী ও ভগবান ভোলেনাথ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহাশিবরাত্রির উপবাস আমাদের জীবনে ধন, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। কথিত আছে, মহাশিবরাত্রিতে কিছু বিশেষ নিয়ম পালন করলে কুবের দেব খুব খুশি হন। তবে চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে আর্থিক সমস্যা দূর করার কিছু উপায়।

আরো পড়ুন :- এই মহাশিবরাত্রিতে কালসর্প দোষ থেকে মুক্তি পান এই সহজ প্রতিকারের মাধ্যমে

শিব পূজায় খুশি হবেন কুবের দেব :-

ভগবান শিবকে বলা হয়েছে দেবতাদের দেবতা। একই ভাবে, দেবতাদের মধ্যে কুবেরকে সম্পদের রাজা হিসাবে বিবেচনা করা হয়েছে। এর জন্যই বলা হয় কুবেরের ধন। কুবের হচ্ছে সুখ-সমৃদ্ধি ও সম্পদের দেবতা। আমরা সকলেই জীবনে কুবেরের আশীর্বাদ পেতে চাই। যেহেতু কুবের ভোলানাথের পরম ভক্ত। মহাশিবরাত্রিতে কুবেরের মন্ত্র উচ্চারণ করলে ভোলেনাথের সঙ্গে কুবেরও আশীর্বাদ লাভ হয়।

 

niladri misra

 

এই পদ্ধতিতে পূজা করুন, ধন-সম্পত্তি লাভ হবে –

১. মহাশিবরাত্রির দিন, সূর্যোদয়ের আগে, ব্রাহ্ম মুহুর্তে স্নান করে সাদা বস্ত্র পরিধান করুন।

২. মহাশিবরাত্রির দিন ভগবান শিবের মন্দিরে, দক্ষিণ দিকে মুখ করে ঘিয়ের চারমুখী প্রদীপ জ্বালান এবং তারপর ‘ওম শ্রী, ওম শ্রী শ্রী, ওম শ্রী শ্রী ক্লীম বিত্তেশ্বরায়: নমঃ’ মন্ত্র ১০০৮ বার জপ করুন।

৩. মহাশিবরাত্রির দিন বেল গাছের শিকড়ের কাছে বসে ‘ওম শ্রী, ওম শ্রী শ্রী, ওম শ্রী শ্রী ক্লীম বিত্তেশ্বরায়: নমঃ’ এই মন্ত্রটি উচ্চারণ করলে এর প্রভাব বৃদ্ধি পায়। মনে রাখবেন মন্ত্র জপতে যেন কোনও ভুল না হয়।

৪. আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে ‘ওম শ্রী, ওম শ্রী শ্রী, ওম শ্রী শ্রী ক্লীম বিত্তেশ্বরায়: নমঃ’ এই মন্ত্রটিকে খুবই কার্যকরী বলা হয়েছে। ঘরের দারিদ্র্য দূর হয় এবং অর্থ লাভ হয়।

৫. অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের মহাশিবরাত্রির দিন ছয় মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই নিয়ম গুলি পালনের মাধ্যমে ধন, সুখ ও সমৃদ্ধি লাভ হবে।

আরো পড়ুন :- ৩০ বছর পর শিবরাত্রিতে দুর্লভ যোগ ! জানুন অর্থ থেকে প্রেমে জোয়ার আসবে কোন কোন রাশির ?

আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন