Bangla News Dunia, Pallab : রাষ্ট্রপুঞ্জের (UN) নিরাপত্তা পরিষদে ফের পাকিস্তানের (Pakistan) সমালোচনায় সরব ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি পার্বথানেনি হরিশ জানান, সন্ত্রাস, ধর্মান্ধতায় ডুবে রয়েছে পাকিস্তান। সন্ত্রাসবাদকে সমর্থন জোগানো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার আসল চিত্রও নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির সামনে তুলে ধরেন পার্বথানেনি হরিশ। পাকিস্তানকে ‘ধারাবাহিক ঋণগ্রহীতা’ রাষ্ট্র বলে অভিহিত করেছেন তিনি।
আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়
রাষ্ট্রপুঞ্জে ‘বহুপাক্ষিকতাবাদ এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের আলোচনা সভায় বক্তব্য রাখার সময় হরিশ স্পষ্ট জানান, ভারত ও পাকিস্তান- সমৃদ্ধি ও উন্নয়নে সম্পূর্ণ বিপরীত অবস্থান দুই দেশের। আইএমএফ থেকে ধারাবাহিকভাবে ঋণ গ্রহণ করে চলেছে পাকিস্তান। তাঁর কথায়, ‘একদিকে ভারত গণতান্ত্রিক দেশ। আমরা নিজেদের অর্থনীতিকে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছি। অন্যদিকে পাকিস্তান হল সেই দেশ যারা ধর্মান্ধতা ও সন্ত্রাসে ডুবে রয়েছে। বেঁচে রয়েছে আইএমএফের ঋণের উপরে।’
এদিকে সন্ত্রাসবাদকে পাকিস্তানের প্রত্যক্ষ মদত বোঝাতে তাঁর কথায় উঠে আসে সাম্প্রতিক পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) প্রসঙ্গও। সেই জঙ্গি হানার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের কথাও বলেন হরিশ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, পাকিস্তানের সরাসরি অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত। সেখানে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না।