Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সামান্য একটা ঘড়ি এতবড় বিতর্ক তৈরি করে দেবে কে জানত ৷ শুক্রবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রাম এডিশন ঘড়ি পরে ছবি দেখতেই ক্ষেপেছে সমাজের একটা অংশ ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হারাম-এর মতো কাজ বলে সলমনকে তোপ বেরেলভি ধর্মগুরু ও অল ইন্ডিয়া মুসলিম জামাত প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভির ৷ বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাইজান !
মৌলানা রাজভির বক্তব্য
পিটিআই সূত্রে খবর, মৌলনা রাজভি বলেছেন, রামজন্মভূমি এডিশন ঘড়ি পরে বড় ভুল করেছেন ৷ ইসলাম ধর্মে ক্ষমার অযোগ্য এই অপরাধ ৷ ইসলাম ধর্মের আইন নিয়ে অনেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তিনি বলেন, “সলমন খানকে নিয়ে শরিয়তের রায় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। রাম এডিশন ঘড়ি পরে রাম মন্দিরের প্রোমোশন করেছেন ৷ এই ধরনের ঘড়ি পরা ইসলামিক ধর্মে অবৈধ ৷ এই অপরাধ হারামের সমান ৷” তিনি আরও জানিয়েছেন, তিনি ভারতের একজন গন্যমান্য ব্যক্তি ৷ তাঁর অনেক মুসলিম অনুরাগী আছেন ৷ ফলে ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত হয় এমন কাজ করা তাঁর উচিত নয় ৷
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
সলমন খানের বক্তব্য
এমন বিতর্কের মাঝেই মুখ খুললেছেন সলমন ৷ ঈদ উপলক্ষ্যে মুক্তির পেতে চলেছে এআর মুরুগুদাস পরিচালিত সিকন্দর ৷ রাশ্মিকা মন্দানা রয়েছেন সলমনের বিপরীতে ৷ এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একাধিক বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভাইজান ৷ সিনেমা মুক্তির আগে বিতর্ক যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ এমন শুনে সলমন বলেন, “আরে ভাই, আমি কোনও বিতর্ক চাই না ৷ একাধিক বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে ৷ আমি আর কোনও বিতর্ক চাই না ৷”
সলমন আরও বলেন, “আমার মনে হয় না বিতর্ক কোনও সিনেমাকে হিট করতে পারে ৷ এমনকী, বিতর্কের কারণে অনেক সময় সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয় ৷ এখনও সময় আছে ৷ 3-4দিন যাক ৷ সিনেমাটা মুক্তি পাক ৷ আর তারপরও আমি কোনও বিতর্ক চাই না ৷” নেটিজেনদের প্রশ্ন, মৌলানা রাজভির সমালোচনাকে কেন্দ্র করে ঘুরিয়ে কি তবে জবাব দিলেন ভাইজান ?
সিকন্দর নিয়ে সলমনের বক্তব্য
দর্শক এই ছবি থেকে কি আশা করছে ? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “আপনারা সাড়ে তিন মিনিটের ট্রেলার দেখেছেন ৷ যখন 2 ঘণ্টা 25 মিনিটের সিনেমা দেখবেন তখন বুঝতে পারবেন ট্রেলারে আসলে কিছুই ছিল না ৷ সিনেমায় এমন অনেক কিছু আছে যা দর্শকদের ভালো লাগবে ৷ অ্যাকশন ছবিতে ইমোশনও ভীষণ প্রয়োজন ৷” 30 মার্চর রবিবার মুক্তি পাচ্ছে সিকন্দর ৷ ছবির বক্সঅফিসে বিতর্কের ছাপ পড়ে কি না, নজর থাকবে সেই দিকে ৷
আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?