Bangla News Dunia, Pallab : ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তরুণ। মহারাষ্ট্রের থানে জেলার ঘটনা। অভিযুক্ত এবং নির্যাতিতা – দুজনই বিহারের একই গ্রামের বাসিন্দা। অভিযুক্তকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের একটি হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছিল বিহারের ওই কিশোরী। চিকিৎসার জন্য সে বদলাপুরে থাকছিল। দুই মাস আগে বদলাপুরে তাকে ঘরভাড়া ঠিক করে দিয়েছিল বছর ২৯-এর ওই তরুণ। তার বাড়িও বিহারের একই গ্রামে। কিশোরীর চিকিৎসাতেও সহায়তা করছিল সে।
অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই তরুণ মেয়েটিকে ধর্ষণ করে। যার জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। রুটিন চেক আপের সময় বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ শনিবার জানিয়েছে, কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বিহার থেকে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার শৈলেশ কালে জানিয়েছেন, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই তরুণ কিশোরীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে। পকসো আইনে মামলা হয়েছে।