ধর্ষণে দোষী আসারাম বাপুর আশ্রমেই ২০৩৬-এর অলিম্পিক, সিদ্ধান্ত কেন্দ্রের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আহমেদাবাদের আসারাম বাপুর আশ্রমের জমি অধিগ্রহণের পরিকল্পনা করছে গুজরাত সরকার। আশ্রমের প্রতিষ্ঠাতা আসারাম বাপু বর্তমানে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সূত্রের খবর, সরকারি কর্মকর্তারা আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

স্পোর্টস কমপ্লেক্সের জন্য জমির প্রয়োজন

আসারাম আশ্রমসহ তিনটি আশ্রম সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভের খুব কাছাকাছি অবস্থিত। সরকার চাইছে এই জমি অধিগ্রহণ করে সেখানে একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স, অলিম্পিক ভিলেজ এবং অন্যান্য খেলার মাঠ তৈরি করতে। পরিকল্পিত প্রকল্পটি ৬৫০ একর জমির ওপর গড়ে তোলা হবে।

অবৈধ দখল ও জমি বিরোধ

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আশেপাশের ভাট ও কোটেশ্বর এলাকাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এসব এলাকায় পুরনো বহু ভবন এবং তিনটি আশ্রম রয়েছে—আসারাম আশ্রম, ভারতীয় সেবা সমাজ এবং সদাশিব প্রজ্ঞা মণ্ডল। এই আশ্রমগুলির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ আগেও উঠেছিল।

আরও পড়ুন:- জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন

আশ্রমের প্রতিক্রিয়া

আসারাম আশ্রমের মুখপাত্র নীলম দুবে জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জমির মালিকানার দলিলপত্র জমা দেন। তবে এই বিষয়টি এখন আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

ভারতের অলিম্পিক আয়োজনের চেষ্টা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (IOC) একটি লেটার অব ইনটেন্ট জমা দিয়েছে।

অন্যান্য প্রতিযোগী শহর

২০২৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এবং ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। IOC-এর প্রেসিডেন্ট থমাস বাখ জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহ প্রকাশ করা শহরগুলির সংখ্যা দশটিরও বেশি।সরকারি সূত্রের দাবি, জমি সংক্রান্ত আইনি প্রক্রিয়া মিটিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন বাস্তবায়িত হয়।

আরও পড়ুন:- ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ কমানোর উপায় জেনে নিন

আরও পড়ুন:- এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! সমাধান জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন