ধান-সহ ১৪ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল কেন্দ্র, কত বাড়লো ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ধান-সহ একাধিক খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইকোনমিক অ্যাফেয়ার্সের ক্যাবিনেট কমিটি  খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫-২৬ মার্কেটিং সেশনে ধানের সহায়ক মূল্য বেড়েছে ৬৯ টাকা। এর জেরে চলতি মার্কেটিং সেশনে প্রতি কুইন্টাল ধানের এমএসপি হলো ২ হাজার ৩৬৯ টাকা।

ধানের পাশাপাশি আরও ১৩টি খরিফ শস্যের জন্যও ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্র। এর নাইজারসিডের এমএসপি বেড়েছে সবথেকে বেশি। এই শস্যে কুইন্টাল প্রতি এমএসপি ৮২০ টাকা বেড়ে হয়েছে ৯ হাজার ৫৩৭ টাকা। এর পাশাপাশি ২০২৫-২০২৬ মার্কেটিং সেশনের জন্য রাগির এমএসপি ৫৯৬ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৮৮৬ টাকা। তুলোর এমএসপি ৫৮৯ টাকা বেড়ে হয়েছে ৭ হাজার ৭১০ টাকা। তিলের এমএসপি ৫৭৯ টাকা বেড়ে হয়েছে ৯ হাজার ৮৪৬ টাকা।

এর পাশাপাশি জোয়ারের এমএসপি প্রতি কুইন্টালে ৩২৮ টাকা বেড়ে হয়েছে ৩ হাজার ৬৯৯ টাকা। বাজরার এমএসপি ১৫০ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৭৭৫ টাকা। ভুট্টার এমএসপি ১৭৫ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৪০০ টাকা। অরহর ডালের এমএসপি ৪৫০ টাকা বেড়ে হয়েছে ৮ হাজার টাকা। মুগের এমএসপি ৮৬ টাকা বেড়ে হয়েছে ৮ হাজার ৭৬৮ টাকা। প্রতি কুইন্টাল বাদামের এমএসপি ৪৮০ টাকা বেড়ে হয়েছে ৭ হাজার ২৬৩ টাকা।

আরও পড়ুন:- AC চালানোর ৫ ভুলেই বাড়ে বিদ্যুৎ বিল, টাকা বাঁচাতে এই কাজ করুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন