ধাবায় খেয়ে বাড়িতে ফেরার পথে স্কুলছাত্রীকে গণধর্ষণ! গ্রেপ্তার ২ অভিযুক্ত, বাকিরা পলাতক  

By Bangla News Dunia Dinesh

Published on:

কান্দি: রাতে ধাবা থেকে খেয়ে বন্ধুর সঙ্গে বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি মহকুমার অন্তর্গত সালারে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা অষ্টম শ্রেণির পড়ুয়া। কয়েকজন বন্ধু মিলে রাতে ধাবাতে খাওয়াদাওয়ার পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা। বাড়ি ফেরার সময় তার সঙ্গে ছিল এক বন্ধু। কিন্তু পথে পাঁচজন যুবক তাদের পথ আটকায়। নাবালিকার সঙ্গে থাকা বন্ধু ঘটনার প্রতিবাদ করলে তাকেও ওই যুবকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর কোনওরকমে সে ঘটনাস্থল থেকে পালিয়ে নির্যাতিতার বাড়িতে খবর দেয়। আর এই সুযোগে অভিযুক্তরা নাবালিকাকে গণধর্ষণ করে। এদিকে, বাড়ির লোক খবর পেয়েই পুলিশকে ফোন করে। এরপর ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় কান্দি মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে। সেই সঙ্গে পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে নির্যাতিতার পরিবারের সদস্যরা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন