ধারে পাশেও নেই ট্রাম্প-পুতিন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ধারে পাশে নেই ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে এই তকমা দিয়েছে বিজনেস ইন্টালিজেন্স সংস্থার মর্নিং কনসাল্ট। ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এই সার্ভে চালায় এই আন্তর্জাতিক সংস্থা। জুলাই ২০২৫-এর একটি সার্ভে রিপোর্ট বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেয়েছেন ৭৫ শতাংশ সমর্থন। এই সার্ভেটি করা হয় গত ৪ থেকে ১০ জুলাইয়ের মধ্যে। মানুষ পছন্দ করে নিয়েছেন নমোকেই।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

শনিবার বিজেপি নেতা অমিত মালব্য একটি পোস্টে এই সার্ভে রিপোর্ট তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। মর্নিং কনসাল্টের তরফে তৈরি সেই রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদি। ৫৯ শতাংশ মানুষের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং।

তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। তাঁর পক্ষে রয়েছে ৫৭ শতাংশ মানুষের সমর্থন। এছাড়া কানাডার মার্ক কার্নি পেয়েছেন ৫৬ শতাংশ মানুষের সমর্থন। অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানেজ পেয়েছেন ৫৪ শতাংশ মানুষের সমর্থন।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন