ধুন্ধুমার অ্যাকশনে সানি দেওল, কেমন হল ‘জাট’ ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘গদর 2′ সিনেমার হাত ধরে একপ্রকার বলিউডে কামব্যাক করেছেন সানি দেওল (Sunny Deol) ৷ ঢাই কিলো কি হাত বক্সঅফিসে পড়তেই উপচে পড়েছে টাকা ৷ 67 বছর বয়সী অভিনেতা যেন সিনেমায় নতুন করে অক্সিজেন পেলেন ৷ এবার প্রেক্ষাগৃহে এসেছে সানির ‘জাট’ (Jaat) ৷ ট্রেলার দেখে যে উন্মাদনা হয়েছিল দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হল কি ? গোপীচাঁদ মালিনেনি পরিচালিত ‘জাট’ দেখে কী বলছেন হল ফেরত দর্শকরা নেটপাড়ায় এল উত্তর ৷

‘জাট’ রিভিউ

আজ অর্থাৎ 10 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জাট’ ৷ অ্যাকশন-প্যাকড ছবি অনুরাগীদের মধ্যে ভালো সাড়া ফেলেছে ৷ সানির ব্লকবাস্টার হিট ‘গদর 2’-এর পর আরও একবার অন্যরকম অবতার দেখে মুগ্ধ তারা ৷ অনুষ্ঠানের মার্কিন প্রিমিয়ারে উপস্থিত এক অনুরাগী লিখেছেন, “রণদীপ হুডা এবং সানি দেওলের এন্ট্রি দুর্ধর্ষ ৷ আরও একটা ব্লকব্লাস্টার সিনেমা পেতে চলেছে বলিউড ৷”

সলমনের সিকন্দর ছবির সঙ্গে ‘জাট’ ছবির তুলনা

ঈদ উপলক্ষ্যে সলমনের খানের ছবি প্রথম চারদিনেই বক্সঅফিসে ধুঁকতে শুরু করে ৷ ফলে সানির এই ছবি আসতেই দর্শকরা তুলনা করতে শুরু করে ৷ কেউ লেখেন, “এই ছবি বক্সঅফিসে ব্লাস্ট করবে ৷ সিকন্দর-এর থেকে অনেক ভালো সিনেমা ৷ অতিরিক্ত রোমান্স নেই, অতিরিক্ত গান নেই ৷ সিনেমার শুরু থেকে দর্শক যা দেখতে চেয়েছে তাই দেখানো হয়েছে ৷ শুধু অ্যাকশন আর অ্যাকশন, লাভ ইউ সানি দেওল ৷”

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

 

এক্স হ্যান্ডেলে সিনেমা দেখে আর এক নেটিজেনের প্রতিক্রিয়া, “জাট অবশ্যই সকলের দেখা উচিত ৷ মাস সিনেমা ৷” এক অনুরাগী লেখেন, “গোপীচাঁদ মালিনেনির প্রথম হিন্দি ব্লকব্লাস্টার সিনেমা হতে চলেছে জাট ৷” আবার কেউ বলেন, “জাট ছবির প্রিমিয়ার দেখলাম ৷ ফুল পয়সা ওয়াসুল সিনেমা ৷ টোটাল এন্টারটেইনিং ৷ যদি আপনি ঘায়েল ও ঘাতক সিনেমার অনুরাগী হয়ে থাকেন তাহলে এই সিনেমা আপনাদের ভালো লাগবে ৷”

অনেকে আবার রণদীপ হুডার অভিনয়েরও প্রশংসা করেছেন ৷ এক নেটিজেন লেখেন, “একদিকে সানি দেওল অন্যদিকে রণদীপ হুডা, এর থেকে ভালো আর কি হতে পারে ৷” আর একজন লেখেন, “গদর 2 ছবির পর জাট নিয়ে পর্দায় ফিরেছেন সানি ৷”

‘জাট’ ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ৷ অন্যদিকে, দক্ষিণে অজিত কুমারের (Ajith Kumar) ছবি ‘গুড ব্যাড আগলি’ (Good Bad Ugly) মুক্তি পেয়েছে বড়পর্দায় ৷ এই ছবি ঘিরেও দর্শক দরবারে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ গদর 2 এর আগে বক্সঅফিসের একাধিক রেকর্ড ভেঙেছে ৷ এবার জাট সেই পথে এগোয় কি না, সময় বলবে ৷ সানি ছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রেজিনা ক্যাসান্দ্রা, আয়েশা খান, সাইয়ামি খের এবং জারিনা ওয়াহাব ৷

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন