ধুন্ধুমার কাণ্ড বাধল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ! আহত শিক্ষামন্ত্রী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : তৃণমূল অধ্যাপক সংগঠনের বার্ষিক আলোচনা সভাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ শনিবার বিকেলে এই আলোচনা সভায় বক্তৃতা দেওয়ার পর পড়ুয়াদের বিক্ষোভে জেরে আহত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে ৷ আহত হয়েছেন দুই অধ্যাপকও ৷

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

এই ধুন্ধুমার অবস্থাতেও পুলিশ ডাকা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “আমি ক্যাম্পাসের ভিতরে পুলিশ চাই না ৷” এদিকে মন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর তৃণমূল শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুর চলে এবং তা পুড়িয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন এসএফআই, অতিবাম ছাত্রসংগঠন এবং অন্য ছাত্র সংগঠনগুলি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ৷ আহত শিক্ষামন্ত্রীকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এদিন প্রথম থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন যাদবপুরের ছাত্রছাত্রীরা ৷ তখন মন্ত্রী ব্রাত্য বসু সোজা পথের বদলে ঘুরপথে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন