ধোঁয়াশা কাটাল হোয়াইট! হাউস এইচ-১বি ভিসা ফি বাৎসরিক নয়

By Bangla News Dunia Dinesh

Published on:

ওয়াশিংটন: এইচ-১বি ভিসা (VISA) নিয়ে আগের অবস্থান থেকে সরে এল হোয়াইট হাউস (White House)। শনিবার দক্ষ বিদেশি পেশাদারদের আমেরিকায় (America) কাজের অনুমতি সংক্রান্ত এই ভিসায় ১ লক্ষ ডলার (৮৮ লক্ষ ভারতীয় টাকায়) ফি চাপানোর কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রবিবার থেকে নয়া ফি কার্যকর হয়েছে। উদ্বেগ বেড়েছে মার্কিন শিল্পমহলে। অভিবাসী কর্মীদের দ্রুত আমেরিকায় ফেরার পরামর্শ দিয়েছে বিভিন্ন সংস্থা। এদিন ট্রাম্পের নির্দেশিকা কার্যকর হওয়ার কয়েকঘণ্টা আগে এইচ-১বি ভিসা ফি-কে কেন্দ্র করে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে সক্রিয় হল হোয়াইট হাউস।

তবে প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিকমাধ্যমে এই সংক্রান্ত যে পোস্টটি করেছেন, সেটি বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিকের এইচ-১বি ভিসা ফি-র গতকালের ব্যাখ্যার চেয়ে পুরোপুরি আলাদা। লুটনিক জানিয়েছিলেন, এইচ-১বি ভিসার বর্ধিত ফি প্রতিবছর দিতে হবে। বর্তমান ভিসাধারীরাও এর আওতায় আসবেন। সেই ব্যাখ্যা খারিজ করে দিয়েছেন ক্যারোলিন লিভিট।

হোয়াইট হাউসের প্রেসসচিব বলেন, ‘এটি কোনও বার্ষিক ফি নয়। একটি এককালীন ফি যা শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। নবায়নকারীদের ক্ষেত্রে এই ফি কার্যকর নয়। বর্তমান ভিসাধারীদেরও এটি দিতে হবে না। যাঁদের ইতিমধ্যে এইচ-১বি ভিসা আছে এবং যাঁরা এখন আমেরিকার বাইরে রয়েছেন, তাঁদের পুনরায় প্রবেশের জন্য ১ লক্ষ ডলার চার্জ করা হবে না।’
মার্কিন এইচ-১বি ভিসাধারীদের ৭১ শতাংশ ভারতীয়। ট্রাম্পের সিদ্ধান্তে তাঁদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সরকার অবস্থান স্পষ্ট করলেও সেই উদ্বেগ কমছে না। শনিবার ও রবিবার আমেরিকা থেকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট কাটা বহু ভারতীয় টিকিট বাতিল করেছেন। এমনকি এইচ-১বি ভিসা ফি’র খবর শুনে বিমান থেকে নেমে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে মার্কিন বিমানবন্দরগুলিতে। ট্রাম্প প্রশাসন অবশ্য নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি সাজিয়েছে।

রবিবার হোয়াইট হাউস থেকে জারি করা নোটে ৩টি মার্কিন বহুজাতিকের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম সংস্থাটি এইচ-১বি ভিসার আওতায় ২০২৫-এ ৫,১৮৯ জন কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। একই সময় তারা প্রায় ১৬ হাজার মার্কিন কর্মীকে বরখাস্ত করেছে। দ্বিতীয় সংস্থাটি ১,৬৯৮ জন এইচ-১বি ভিসাধারীকে নিয়োগপত্র দিয়ে ২,৪০০ জন মার্কিনকে ছেঁটে ফেলেছে। তৃতীয় সংস্থা থেকে ২৭ হাজার মার্কিন কর্মচ্যুত হয়েছেন। সেখানে এইচ-১বি ভিসায় নিয়োগ পেয়েছেন ২৫,০৭৫ জন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন